সেই কারণেই অনেক ডেটিং অ্যাপ আজকাল জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু কখনও কখন এই ডেটিং অ্যাপগুলিতে এমন কিছু ঘটনা ঘটে, যা দেখে সকলেই রীতিমতো হতবাক হয়ে যান। একজন মহিলাও সম্প্রতি এই একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু কী হয়েছিল তাঁর সঙ্গে?
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ খাবারের তালিকার কলকাতার রেস্তরাঁর পদ! সঙ্গে আরও দু’টি ভারতীয় পদ, দেখুন তালিকা
advertisement
আসলে তিনি এক ব্যক্তির ছবিতে এমন জিনিস দেখেছিলেন, যা দেখে রীতিমতো শিউরে উঠেছিলেন। এমনই এক ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ক্যাথরিন কিলডজিয়ান নামে একজন মহিলা সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক-এ একটি ভিডিও পোস্ট করেছেন।
আরও পড়ুন: ‘ফুচকা’র ইংরেজি কী বলুন তো? আপনি কি জানেন? ৯৯% মানুষই কিন্তু ডাহা ফেল
যেখানে তিনি একটি ডেটিং অ্যাপ সম্পর্কিত তাঁর অভিজ্ঞতার কথা বলছেন। ওই মহিলা একটি ডেটিং অ্যাপে এ ব্যক্তির প্রোফাইল দেখেছিলেন। যিনি পেশায় একজন প্যারামেডিক ছিলেন অর্থাৎ অ্যাম্বুল্যান্সে রোগীদের পরিবহণ করতেন। ক্যাথরিন সেই ব্যক্তির প্রোফাইল দেখে প্রথমে বেশ মুগ্ধ হয়েছিলেন। কিন্তু প্রোফাইলে থাকা ছবিতে আশ্চর্যজনক কিছু চোখে পড়ছিল ক্যাথরিনের। যা দেখে রীতিমতো শিউড়ে উঠেছিলেন তিনি।
অ্যাম্বুল্যান্সের ভিতর দেখা গেল অদ্ভুত জিনিস: আসলে ওই ব্যক্তি অ্যাম্বুল্যান্সের বাইরে নিজের ছবি তুলেছিলেন। তবে অ্যাম্বুল্যান্সের দরজা খোলাই ছিল। ছবিটি দেখে আপাতদৃষ্টিতে ওই ব্যক্তিক স্মার্ট বলেই মনে হয়েছিল। কিন্তু আচমকাই ক্যাথরিনের চোখ যায় অ্যাম্বুল্যান্সের ভিতরের দিকে। আসলে ওই ব্যক্তির পিছনে মানুষের পা দেখে অবাকই হয়েছিলেন তিনি। বুঝতে পারেন যে, সেটি আসলে কারও মৃতদেহ। এই অবস্থায় জ্ঞান হারান মহিলা। এমনকী ভয়ে কাঁপতে শুরু করেন। ক্যাথরিন আশ্চর্য হয়ে ভাবেন যে, এত কিছুর পরেও এই ব্যক্তি ছবি তোলার এমন এক জায়গা খুঁজে পেল।
নেটিজেনদের প্রতিক্রিয়া: শুধু ক্যাথরিনই নন, বাকিরাও সেই ছবি দেখে যারপরনাই অবাক হয়েছেন। এমনকী তাঁর ফলোয়াররাও বেশ হতবাক। একজন তো বলেছেন, “মনে হয় ওই ব্যক্তি নিশ্চয়ই ভেবেছেন, ওই মৃতদেহটি সরানোর আগে একটি ছবি তুলতেই হবে।” আবার অনেকেই বলছেন যে, “ওই ব্যক্তি অবশ্যই জীবিত, কিন্তু তিনি আসলে অসুস্থ!”