সেই ট্যুইটে লেখা হয়েছে 'সত্বর ঘর চাই। যদি কেউ আগ্রহী হন-দু মাস বয়সি একটি জার্মান শেফার্ড। আমার বন্ধু সোনালি এটিকে কিনেছেন ২০ হাজার টাকায়। তিনি তাঁর স্বামী গৌরবকে সারপ্রাইজ গিফ্ট দিতে চেয়েছিলেন। কিন্তু পরে জানতে পারেন গৌরবের অ্যালার্জির আশঙ্কা আছে কুকুর থেকে।' পরে ওই ট্যুইটেই জানানো হয় যে এ বার সোনালি নতুন ঘর খুঁজছেন তাঁর স্বামী গৌরবের জন্য। কারণ তিনি নিজে থাকবেন কুকুরের সঙ্গেই।
advertisement
আরও পড়ুন : বিয়ের মাঝে হৃদরোগ, ছাদনাতলাতেই নিথর বধূবেশী দিদি, বোনের সঙ্গে বিয়ে হল পাত্রের
সোনালির ট্যুইটারেত্তি বন্ধুর কথায় "যদি কেউ আগ্রহী থাকেন, গৌরবের বয়স ২৯ বছর। বাইক চালান, রান্না করতে পারেন, দেখতে সুন্দর এবং হ্যান্ডসাম।"
মজার এই পোস্ট ঘিরে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। অধিকাংশ নেটিজেনের মন্তব্য, গৌরবকে দত্তক নেওয়ার মতো সঙ্গতি তাঁদের নেই। তবে লিওকে নিতে রাজি।