বিহারের খাদি মলে খাদির জামাকাপড় পাওয়া যাচ্ছে ছাড়। ৫০ শতাংশ ছাড়ের এই অফারটি ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ। এখানে পশমি কোট, শাল, টুপি ও মোজা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড, আগুন ছাড়াই তৈরি হচ্ছে ধোঁয়া ওঠা কফি! দেখুন সেই ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, বিহারে খাদি তাঁত ও হস্তশিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৈথিলী ঠাকুরও। বর্তমানে এখান থেকে ডিসকাউন্ট রেটে সব ধরনের জামা কাপড় কিনতে পারবেন। এখানে শীতের জামাকাপড় অত্যন্ত কম টাকায় পাওয়া যাচ্ছে।
advertisement
এই খাদি মলে বিহার খাদি তাঁত ও হস্তশিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শিল্পী মৈথিলী ঠাকুরও। তিনিও জানালেন এই দোকানের বিশেষত্ব সম্পর্কে।
শীতের জামাকাপড়ের পাশাপাশি, এখানে ভাগলপুরি সিল্ক, মধুবনী মসলিন, সুতি এবং নালন্দা, আরা, গয়ার উলের কাপড়ও পাবেন। এখানে গ্রামীণ শিল্পের সামগ্রীতে ফুলের ধূপকাঠি থেকে শুরু করে সাবান সবই পাওয়া যাবে। এ ছাড়াও শতাধিক গ্রাম্য শিল্প প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যায়।