আপনি যদি কল্পনা করেন যে কেউ আপনার অনুমতি ছাড়া আপনার বাথরুমে প্রবেশ করে, তাহলে আপনার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগার হবে। ভাইরাল হওয়া ভিডিওতে বাথরুমে স্নান করতে যাওয়া মেয়েটির অবস্থাও অনেকটা তেমন। ভিডিওতে দেখা যায় যে বাথরুমের এক কোণ থেক আসছে কোনও মহিলার কন্ঠস্বর। সামনে বাথরুমের জানালা দিয়ে প্রবেশ করছে এক ভয়ঙ্কর বন্যপ্রাণী। এমন প্রাণী খুব একটা দেখা যায় না।
advertisement
বিশালাকার বন্য প্রাণীটিকে দেখে চিৎকার করতে থেকে মেয়েটি। প্রাণীটিকে থরুমের স্ল্যাবের দিকে ঝুলতে দেখা যায় এবং সেখানে তার লম্বা জিভ দিয়ে শ্যাম্পু-কন্ডিশনার বোতল স্পর্শ করতে দেখা যায়। ভয়ে চিৎকার ক্রমশ বাড়তেই থাকে ওই মহিলার। ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে rumahkumuh.id নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ঝড়ের গতিতে বাড়ছে লাইক ও কমেন্টের সংখ্যা।
আরও পড়ুনঃ Viral News: ভুলেও ভুলবেন না স্ত্রীর জন্মদিন, এই দেশের আইনে কঠিন শাস্তি হয় স্বামীদের
ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন তাহলে এই দৃশ্য স্বাভাবিক হতে পারে। অনেক নেটিজে ভিডিওটি দেখে ভয়ে আঁতকে উঠেছে। তবে কীভাবে এই ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে ওই মহিলা রক্ষা পেল, কীভাবে বাথরুম থেকে বেরোলেন সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।