TRENDING:

রাত পোহালেই বিজয়া দশমী! কেন সিঁদুর খেলার নিয়ম পালন করা হয় জানেন?

Last Updated:

সিঁদুর খেলার জন্য শুধুই কি সধবাদের ভিড় সেখানে? বাঙালির ট্র্যাডিশনাল সাজে কম বয়সী মেয়েদের ভিড়ই যে বেশি চোখে পড়বে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিঁদুর কী শুধুমাত্র শৃঙ্গার বা খেলার জিনিস? নাকি শুধুমাত্র নিজের সৌন্দর্য্যকে বাড়িয়ে নেওয়ার জিনিস? একেবারেই নয়৷ এর অর্থের পৌরানিক সূত্র ধরে হাঁটলে অনেক গভীরে যেতে হবে...
advertisement

প্রাচীন শাস্ত্র অনুসারে লাল সিঁদুর শক্তির প্রতীক। শাস্ত্র অনুযায়ী নারী হলেন শক্তি, সেই শক্তিকে সম্মান প্রদর্শনের জন্য সিঁদুরের ব্যবহার করা হত।

হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, স্ত্রী তার সিঁদুরের শক্তি দিয়ে স্বামীকে যে- কোনও বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। সেই প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা স্বামীর মঙ্গলকামনায় সিঁথিতে সিঁদুর পরে আসছেন। বিশ্বাস করা হয়, সিঁদুরের লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে।

advertisement

আরও পড়ুন: ঢাক বাজিয়ে তাক লাগালেন প্রসেনজিৎ! খুদে আদিদেবের কাছে কি জিততে পারবেন বুম্বা দা?

সিন্দুর খেলা বাঙালি সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপনের একটি ঐতিহ্যবাহী উপাদান। বিজয়াদশমীতে দুর্গা পূজার সমাপ্তির সময় দেবী দুর্গার প্রতিমা এবং বিবাহিত মহিলাদের মধ্যে সিঁদুরের গুঁড়ো বা সিঁদুর প্রয়োগ করা এই আচারের একটা অংশ। বিজয়া দশমীর দিনে, 'ঘাট বিসর্জন' (পূজা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে দুর্গার প্রতীকী নিমজ্জন) পরে, দেবী দুর্গাকে বছরের জন্য বিদায় দেওয়া হয়। বিদায়ের সময় বিবাহিত কন্যাদের সিঁদুর দেওয়া বাঙালি সম্প্রদায়ের একটি বাধ্যতামূলক আচার।

advertisement

আরও পড়ুন: পুরনো বন্ধু রানির সঙ্গে 'হঠাৎ দেখা' ঋতুপর্ণার! উত্তর মুম্বইয়ের পুজোয় দুই বঙ্গনারী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দশমীর দিন কেন এই পুজোর আলাদা গুরুত্ব, সেটা মণ্ডপে প্রবেশ করলেই বোঝা যাবে৷ লাল-পাড় সাদা শাড়ি পরে বরণের ডালা হাতে লাইনে দাঁড়িয়ে অসংখ্য মহিলা৷ কিন্তু সিঁদুর খেলার জন্য শুধুই কি সধবাদের ভিড় সেখানে? বাঙালির ট্র্যাডিশনাল সাজে কম বয়সী মেয়েদের ভিড়ই যে বেশি চোখে পড়বে। কাল বিজয়া দশমীতে সিঁদুর খেলার আগে জেনে নিন এই তত্ত্বগুলি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাত পোহালেই বিজয়া দশমী! কেন সিঁদুর খেলার নিয়ম পালন করা হয় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল