সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে আলিগড়ের বাসিন্দা দীনেশ চৌধুরীর পোষা কুকুরের নাম টমি। স্থানীয় গ্রাম সুখরাভলির প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি। অন্যদিকে আটরৌলির টিকরি রায়পুরের ডক্টর রামপ্রকাশ সিং-এর পোষ্য হল পাত্র জেলি। খবরে প্রকাশ, ১৪ জানুয়ারি বিয়ে দেওয়া হয় টমি ও জেলির। ঢোলবাদ্যির মধ্যে বর কনের মালাবদল হয়। বর টমি এবং কনে জেলির আজব বিয়ে ঘিরে ছিল জমকালো শোভাযাত্রা। কনে জেলির পরিবারের তরফে যাঁরা আসেন তাঁরা টমির কপালে তিলক পরিয়ে দেন। টমির সঙ্গে বরযাত্রীরা আসেন শোভাযাত্রা করে বরাতি নিয়ে। বরযাত্রীদের শোভাযাত্রা এখন ভাইরাল সমাজমাধ্যমে।
advertisement
আরও পড়ুন : আগুনে ঢেকে গেল স্ক্রিন, নেপালে বিমান দুর্ঘটনার আগে কে করছিলেন ফেসবুক লাইভ, জানুন পরিচয়
সারমেয় জুটির বিয়ে উপলক্ষে দেশি ঘিয়ে রাঁধা খাবার পরিবেশন করা হয় অতিথিদের। তবে দু’পেয়ে অভ্যাগত নন। বিয়ের অতিথি ছিল স্থানীয় সারমেয়রা। কনেপক্ষর তরফে দীনেশ জানান, বিয়ে উপলক্ষে ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা খরচ করেছেন তাঁরা। বিয়ের শেষে ছিল কনেবিদায়ের পর্বও।
তবে সারমেয়-বিবাহ শিরোনামে এই প্রথম বার আসেনি। গত বছর নভেম্বরে একই ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল গুরুগ্রামে। সেই বিয়ে উপলক্ষে ছাপানো হয়েছিল ১০০ নিমন্ত্রণপর্ব। সেই বিয়ের আসরেও নাচগান ও রোশনাইয়ের অভাব ছিল না।