আরও পড়ুন- 'মধু কা পাঁচওয়া বাচ্চা': আধার কার্ডে বিচিত্র নামবিভ্রাটের জেরে আটকে স্কুলে ভর্তি
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এক প্রতিবেশি পুরো ঘটনাটি ভিডিও (Viral Video) করে রাখেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড (Viral Video) করে দেন। মায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, রমনাম্মা জানিয়েছেন, সবরকম চেষ্টা ব্যর্থ হওয়ার পরে এই পথ বেছে নেন তিনি। তিনি আরও জানান, এর আগে বহুবার ছেলেকে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে অনেকেই তাকে তুলে বাড়িতে দিয়ে গেছে।
আরও পড়ুন- দ্বিতীয়বার গ্র্যামি জিতে "দিশা দেখানোর জন্য" মোদিকে ধন্যবাদ জানালেন রিকি কেজ!
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral Video) হওয়া এই ভিডিওর ক্যাপশনে এও লেখা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত নেশা ছেড়ে দেওয়ার কথা দেয় ছেলে ততক্ষণ মা তার চোখে লঙ্কা গুঁড়ো ঘষতেই থাকেন।
অন্যদিকে, রবিবারই হায়দরাবাদের বানজারা হিলসের একটি পাবে হানা দেয় পুলিশ। সেখানে চলতে থাকা মাদকের আসর থেকে ১৫০ জনকে গ্রেফতার করে পুলিশ যার মধ্যে রয়েছেন অভিনেত্রী নীহারিকা কোনিডেলা এবং তেলেগু বিগ বস সিজন থ্রির বিজেতা এবং গায়ক রাহুল সিপলিগঞ্জ।