আরও পড়ুন- ভারতে মিলল ১০ গুণ বেশি ক্ষতিকর XE Recombinant ভাইরাস! প্রথম আক্রান্ত মুম্বইয়ে
ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে চাঁদনিকে তাঁর ভক্তরা একটি ‘টাস্ক’ দিয়েছেন। আলিয়া ভাটের গলায় নিজের পছন্দের জায়গা থেকে পিৎজা অর্ডার করতে হবে। ব্যাস! সঙ্গে সঙ্গে ফোন করে গলা নকল করে মজা করতে থাকেন চাঁদনি। এমনকী যাতে কেউ ধরতে না পারে তাই রণবীর কোন পিৎজা খাবেন তা জিজ্ঞাসা করতে বিরতিও নেন। আলিয়া নিজে কিন্তু নিরামিষাশী। তাই ভেগান এবং গ্লুটেন-মুক্ত পিৎজার অর্ডার দেন আলিয়াকণ্ঠী চাঁদনি। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্বাভাবিকভাবেই আলিয়া ভাট নাম শুনে চমকে যান। দেখুন সেই মজার ভিডিও:
advertisement
আরও পড়ুন- দেওয়ালে আটকে ওটা কী? ৯৯ শতাংশ মানুষই জানেন না সঠিক উত্তর!
চাঁদনির দক্ষতায় অত্যন্ত মুগ্ধ দর্শকরা। অনেকেই চাঁদনির প্রশংসাও করেন। একজন এই ভিডিওর কমেন্টে লিখেছেন, “ছেলেটি সারাজীবন এই দিনটিকে মনে রাখবে।” অনেকে আবার ভিডিওটিতে আলিয়া ভাটকে ট্যাগও করেছেন এই আশায় যে তিনিও এই মজা থেকে বঞ্চিত হবেন না।