তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা আপনাদের চমকে দেবে। এমন কাণ্ড ঘটতে পারে স্বপ্নেও ভাবতে পারবেন না। সিনেমাতে এমন দৃশ্য দেখা গেলেও বাস্তবে তো কিছুতেই সম্ভব নয়! এই ভিডিও দেখার পর থেকেই শোরগোল শুরু হয়েছে নেট পাড়ায়। আপনি ভিডিওটি দেখার পর দু-মিনিট বসে ভাববেন, 'এটা কী হল!" মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাবে!
advertisement
কী আছে সেই ভাইরাল বিয়ের ভিডিওতে? ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বর-কনে মালা হাতে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে। একে অপরের দিকে লাজুক দৃষ্টিতে তাকাচ্ছেন। কনের সাজে হবু-বউ! বর কনেকে ভিড় করে ধরে দাঁড়িয়ে আছেন দুই পরিবারের লোকজন। এবার কনের গলায় মালা দেবেন বর! আর ঠিক এই সময়েই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন বর বাবাজি!
আরও পড়ুন: মিটতে চলেছে কী সলমন-ঐশ্বর্য-র তিক্ততা! করণের পার্টিতে মুখোমুখি সল্লু-অ্যাশ! তারপর? ভাইরাল ভিডিও
কনের পাশেই দাঁড়িয়ে ছিল কনের ছোট বোন! বর মালা পরালেন সেই বোনের গলায়। আচমকা সকলকে চমকে দিয়ে কনের গলায় মালা পরাতে গিয়ে সেই মালা পরিয়ে দিলেন কনের বোনের গলায়। তারপরেই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে নাচতে শুরু করেন ওই বর! এদিকে এই কাণ্ড দেখে সকলের মুখ হা! আকাশ ভেঙে পড়ে কনের মাথায়! তবে কী এই ভিডিও মজা করে বানানো। না, মজা করে নয়। সত্যিই কনেকে ছেড়ে কনের বোনকে বিয়ে করে বসেন ওই যুবক। সকলের সামনে কনের বদলে বোনকে বর-মালা পরিয়ে দেন বর! এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়।