আরও পড়ুন : বিবাহবার্ষিকীতে বড় চমক! স্বামীকে 'সতীন' দিলেন স্ত্রী! তুলকালাম সোশ্যাল মিডিয়ায়...
বিয়ের মঞ্চে (Viral Video) আসামাত্র, তার ভবিষ্যত জীবনসঙ্গীর সঙ্গে চার-চোখ এক হতেই রোমাঞ্চে ভরে ওঠেন নববধূ। একই হাল হয় বরেরও। মুহূর্তের রোমাঞ্চে আর আনন্দের সীমা থাকে না। এই বিশেষ মুহূর্তটিতে নববধূ সেই সব কিছু করতে চান যা তিনি ইতিমধ্যেই কল্পনা করেছিলেন মনে মনে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Viral Wedding Video) এমনই একটি ভিডিও চোখে পড়ছে যাতে মালাবদলের এই বিশেষ সময়ে এমন কিছু কনেকে করতে দেখা গিয়েছে যা মুহূর্তে ভাইরাল হয়েছে। এই বিয়ের মঞ্চে মালাবদল অনুষ্ঠানের আগে কনে এমন কিছু করে যা আপনার শৈশবের কথা মনে করিয়ে দেবে। উপস্থিত সবাইকে চমকে দিয়ে মঞ্চে (Bride Groom Video), মিষ্টি হেসে কনে তাঁর হবু বরকে 'রক, পেপার, সিজার' খেলাটি খেলতে বলেন।
advertisement
জানা যায় কে আগে মালা পরবে তা জানার জন্যই এই খেলা খেলেছিলেন বর ও কনে। একে অপরকে দেখে, দুজনেই হাসতে শুরু করেন এবং মঞ্চে 'রক, পেপার, সিজার' গেমটি (Viral Wedding Video) খেলতে শুরু করেন মজা করে। এই খেলায় অবশ্য শেষ পর্যন্ত জয়ী হন কনেই। এবং তারপর প্রথমে বরকে মালা পরিয়ে দেন তিনি। এটা দেখে বরও হাসতে শুরু করেন। বিয়ের অনুষ্ঠানের এই ছোট মুহূর্তগুলো (Viral Video) কনের জন্য খুবই মূল্যবান। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে zo_wed নামের একটি অ্যাকাউন্ট থেকে। এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন।