Viral: বিবাহবার্ষিকীতে বড় চমক! স্বামীকে 'সতীন' দিলেন স্ত্রী! তুলকালাম সোশ্যাল মিডিয়ায়...

Last Updated:
Viral: বিবাহ বার্ষিকী হল সেই বিশেষ দিন যেদিন হয় বিয়ের জন্মদিন। অর্থাৎ বিয়ের বর্ষপূর্তি উদযাপন। আর সেই দিনেই চরম কাণ্ড করে বসলেন স্ত্রী।
1/9
বিয়ে একটি খুব গভীর বন্ধন। যখন দুজন মানুষ নিশ্চিত হন, তাঁরা তাঁদের গোটা জীবন একে অন্যের সঙ্গে কাটাতে পারেন, তখনই তাঁরা বিয়ে করেন। বিবাহ বার্ষিকী হল সেই বিশেষ দিন যেদিন হয় বিয়ের জন্মদিন। অর্থাৎ বিয়ের বর্ষপূর্তি উদযাপন।
বিয়ে একটি খুব গভীর বন্ধন। যখন দুজন মানুষ নিশ্চিত হন, তাঁরা তাঁদের গোটা জীবন একে অন্যের সঙ্গে কাটাতে পারেন, তখনই তাঁরা বিয়ে করেন। বিবাহ বার্ষিকী হল সেই বিশেষ দিন যেদিন হয় বিয়ের জন্মদিন। অর্থাৎ বিয়ের বর্ষপূর্তি উদযাপন।
advertisement
2/9
কিন্তু আজ যে ঘটনাটি আমরা আপনাদের বলতে যাচ্ছি তা বিয়ে এবং বিবাহ বার্ষিকী উভয় দিক থেকেই একেবারে অভিনব। কারণ এই গল্পে স্বামী ও স্ত্রীর সম্পর্ক অন্য মাত্রা পেয়েছে বিবাহ বার্ষিকীর উপহারকে কেন্দ্র করেই। স্বামীকে দেওয়া স্ত্রীর বিবাহবার্ষিকীর উপহারই তাঁকে ফিরিয়ে দিয়েছে উল্টো ফল!
কিন্তু আজ যে ঘটনাটি আমরা আপনাদের বলতে যাচ্ছি তা বিয়ে এবং বিবাহ বার্ষিকী উভয় দিক থেকেই একেবারে অভিনব। কারণ এই গল্পে স্বামী ও স্ত্রীর সম্পর্ক অন্য মাত্রা পেয়েছে বিবাহ বার্ষিকীর উপহারকে কেন্দ্র করেই। স্বামীকে দেওয়া স্ত্রীর বিবাহবার্ষিকীর উপহারই তাঁকে ফিরিয়ে দিয়েছে উল্টো ফল!
advertisement
3/9
বিদেশী সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ বিপরীতধর্মী। ভারতে, যেখানে একজন স্ত্রী তাঁর স্বামীকে এমনকি অন্য কোনও মহিলার সঙ্গে কথা বলতে দেখলেও তোলপাড় করে ফেলেন, বিদেশে অনেক স্ত্রীই কিন্তু বিষয়টি বেশ হালকাভাবেই নেন। এমনকি স্বামীকে বিয়ের একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য অন্য মহিলাদের সঙ্গে সময় কাটানোর অনুমতিও দেন এই মহিলাদের কেউ কেউ।
বিদেশী সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ বিপরীতধর্মী। ভারতে, যেখানে একজন স্ত্রী তাঁর স্বামীকে এমনকি অন্য কোনও মহিলার সঙ্গে কথা বলতে দেখলেও তোলপাড় করে ফেলেন, বিদেশে অনেক স্ত্রীই কিন্তু বিষয়টি বেশ হালকাভাবেই নেন। এমনকি স্বামীকে বিয়ের একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য অন্য মহিলাদের সঙ্গে সময় কাটানোর অনুমতিও দেন এই মহিলাদের কেউ কেউ।
advertisement
4/9
কিছুদিনের মধ্যেই আকাশ ভেঙে পড়ল তাঁর মাথায় যখন ফাঁস হল যে তাঁর স্বামী অপর নারীর সঙ্গে শুধু সম্পর্কেই জড়াননি, সেই মহিলা তাঁর দ্বারা গর্ভবতী পর্যন্ত হয়ে গিয়েছেন।
কিছুদিনের মধ্যেই আকাশ ভেঙে পড়ল তাঁর মাথায় যখন ফাঁস হল যে তাঁর স্বামী অপর নারীর সঙ্গে শুধু সম্পর্কেই জড়াননি, সেই মহিলা তাঁর দ্বারা গর্ভবতী পর্যন্ত হয়ে গিয়েছেন।
advertisement
5/9
জানা গিয়েছে, বিয়ের এক বছর পূর্ণ হওয়ার পর ওই মহিলা তাঁর স্বামীকে অন্য এক নারী উপহার দিয়েছিলেন বিবাহ বার্ষিকীতে। এমনকি মজার ছলে তার একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
জানা গিয়েছে, বিয়ের এক বছর পূর্ণ হওয়ার পর ওই মহিলা তাঁর স্বামীকে অন্য এক নারী উপহার দিয়েছিলেন বিবাহ বার্ষিকীতে। এমনকি মজার ছলে তার একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
advertisement
6/9
জানা যায়, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে একটি বহুমুখী সম্পর্কের মধ্যে রয়েছেন অর্থাৎ একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এমতাবস্থায় ওই নারী যখন তাঁর স্বামীকে অন্য একজন নারী উপহার দেন। সেইসময় স্বামী স্ত্রী দুজনের কাছেই এটা খুবই স্বাভাবিক ছিল। তবে এর পর যা ঘটল, তা কল্পনাও করেননি তাঁর স্ত্রী।
জানা যায়, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে একটি বহুমুখী সম্পর্কের মধ্যে রয়েছেন অর্থাৎ একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এমতাবস্থায় ওই নারী যখন তাঁর স্বামীকে অন্য একজন নারী উপহার দেন। সেইসময় স্বামী স্ত্রী দুজনের কাছেই এটা খুবই স্বাভাবিক ছিল। তবে এর পর যা ঘটল, তা কল্পনাও করেননি তাঁর স্ত্রী।
advertisement
7/9
বিবাহবার্ষিকীর কয়েকদিন পর মহিলা জানতে পারলেন যে মহিলার সঙ্গে তাঁর স্বামী ছিলেন, তিনিই এখন তাঁর সন্তানের মা হতে চলেছেন। এই দম্পতির এ যাবৎ কোনও সন্তান ছিল না। এমন পরিস্থিতিতে এখন স্বামীর ওই সন্তানকে দত্তক নিতে অবশ্য প্রস্তুত মহিলা।
বিবাহবার্ষিকীর কয়েকদিন পর মহিলা জানতে পারলেন যে মহিলার সঙ্গে তাঁর স্বামী ছিলেন, তিনিই এখন তাঁর সন্তানের মা হতে চলেছেন। এই দম্পতির এ যাবৎ কোনও সন্তান ছিল না। এমন পরিস্থিতিতে এখন স্বামীর ওই সন্তানকে দত্তক নিতে অবশ্য প্রস্তুত মহিলা।
advertisement
8/9
মহিলা লিখেছেন যে তার স্বামী যতটা তার, এখন ততটা সেই দ্বিতীয় নারীরও। @cliquebaittv এই গল্পটি শেয়ার করার পরে, নেটিজেনদের অনেকে এটিতে মন্তব্য করেছেন।
মহিলা লিখেছেন যে তার স্বামী যতটা তার, এখন ততটা সেই দ্বিতীয় নারীরও। @cliquebaittv এই গল্পটি শেয়ার করার পরে, নেটিজেনদের অনেকে এটিতে মন্তব্য করেছেন।
advertisement
9/9
একজন তাঁর কমেন্টে লিখেছেন, "দ্বিতীয় মহিলাটি আপনার স্বামীকে প্রথম সন্তান দেবেন। তাই এখন তিনি আপনার স্বামীর কাছে আপনার চেয়েও বেশি 'স্পেশাল' হয়ে উঠবেন।" অপর একজন মন্তব্যে লিখেছেন, "কেন জানি না, নারীরা নিজেদের এমন পরিস্থিতিতে ফেলেন।"
একজন তাঁর কমেন্টে লিখেছেন, "দ্বিতীয় মহিলাটি আপনার স্বামীকে প্রথম সন্তান দেবেন। তাই এখন তিনি আপনার স্বামীর কাছে আপনার চেয়েও বেশি 'স্পেশাল' হয়ে উঠবেন।" অপর একজন মন্তব্যে লিখেছেন, "কেন জানি না, নারীরা নিজেদের এমন পরিস্থিতিতে ফেলেন।"
advertisement
advertisement
advertisement