কিন্তু আজ যে ঘটনাটি আমরা আপনাদের বলতে চলেছি তা বিয়ে এবং বিবাহ বার্ষিকী উভয় দিক থেকেই একেবারে অভিনব। কারণ এই গল্পে স্বামী ও স্ত্রীর সম্পর্ক অন্য মাত্রা পেয়েছে বিবাহ বার্ষিকীর উপহারকে (Wired wedding anniversary Gift from wife) কেন্দ্র করেই। স্বামীকে দেওয়া স্ত্রীর বিবাহবার্ষিকীর উপহারই তাঁকে ফিরিয়ে দিয়েছে উল্টো ফল! প্রতীকী ছবি।
বিদেশী সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ বিপরীতধর্মী। ভারতে, যেখানে একজন স্ত্রী তাঁর স্বামীকে এমনকি অন্য কোনও মহিলার সঙ্গে কথা বলতে দেখলেও তোলপাড় (Wife gifted other woman to husband) করে ফেলেন, বিদেশে অনেক স্ত্রীই কিন্তু বিষয়টি বেশ হালকাভাবেই নেন (Viral)। এমনকি স্বামীকে বিয়ের একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য অন্য মহিলাদের সঙ্গে সময় কাটানোর অনুমতিও দেন এই মহিলাদের কেউ কেউ। প্রতীকী ছবি।
জানা যায়, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে একটি বহুমুখী সম্পর্কের মধ্যে রয়েছেন অর্থাৎ একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এমতাবস্থায় ওই নারী যখন তাঁর স্বামীকে অন্য একজন নারী উপহার দেন, সেইসময় স্বামী স্ত্রী দুজনের কাছেই এটা খুবই স্বাভাবিক ছিল। তবে এর পর যা ঘটল, তা কল্পনাও করেননি তাঁর স্ত্রী। প্রতীকী ছবি।