TRENDING:

বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? উত্তরে যুবক যা বললেন ৯৯ শতাংশ বিবাহিত পুরুষই সমর্থন করবেন

Last Updated:

বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? শুনলে মনে হবে, বড় উদ্ভট প্রশ্ন! এ যেন আপেল আর কমলালেবুর মধ্যে মিল খোঁজার চেষ্টা। কিন্তু যুবকের উত্তরে সবকিছু জলবৎ তরলং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Video: এক পশলা বৃষ্টি হয়েছে একটু আগেই। রাস্তায় কাদা, কোথাও জমা জল। তার মধ্যে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে পোস্টার নিয়ে দাঁড়িয়ে এক যুবক। তাতে একটা প্রশ্ন, “বৃষ্টি আর বউয়ের মধ্যে মিল কোথায়?” ভরা বাজারে যুবকের এমন কাণ্ড দেখে অবাক পথচারীরা। পোস্টারেই উত্তর লিখে দিয়েছেন যুবক। যা দেখে হাসি থামছে না কারও। মুচকি মুচকি হাসছেন মহিলারাও।
বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? উত্তরে যুবক যা বললেন
বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? উত্তরে যুবক যা বললেন
advertisement

বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? শুনলে মনে হবে, বড় উদ্ভট প্রশ্ন! এ যেন আপেল আর কমলালেবুর মধ্যে মিল খোঁজার চেষ্টা। কিন্তু যুবকের উত্তরে সবকিছু জলবৎ তরলং। ৯৯ শতাংশ বিবাহিত পুরুষই যে ওই যুবকের সঙ্গে একমত হবেন, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। মহিলারা হয়ত প্রকাশ্যে অসম্মতি জানাবেন, কিন্তু মনে মনে তাঁরাও স্বীকার করে নেবেন এই সার সত্য।

advertisement

আরও পড়ুন- ওটিটি-তে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পেল ট্রেলার

জলকাদার মধ্যে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকা যুবকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে দেখা যাচ্ছে, গোড়ালি জলে দাঁড়িয়ে যুবক। চারপাশে কাদা। একটু আগেই সম্ভবত বৃষ্টি হয়েছে। যুবকের হাতে সাদা ব্যানার। তাতে লেখা, “বৃষ্টি এবং বউ, শুরুতে ভালই লাগে। কিন্তু তারপর শুধু কাদা, কাদা আর কাদা…।“

advertisement

পথচলতি মানুষ থমকে দাঁড়াচ্ছেন যুবকের সামনে। পোস্টার পড়তেই মুখে একগাল হাসি। মহিলারাও ঘুরে ঘুরে দেখছেন। হাসি থামছে না তাঁদেরও। এমনকী রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীকেও যুবকের হাতের পোস্টার দেখে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখা গিয়েছে। হয়ত মনে মনে তিনিও যুবকের সঙ্গে একমত, তবে ভিডিওতে তা বোঝা যায়নি।

ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওতে এখনও পর্যন্ত ৫ কোটি ৫১ লাখের বেশি ভিউ হয়েছে। লাইক করেছেন ২০ লাখ ইউজার। শেয়ার হয়েছে লক্ষাধিক। ভিডিওটি শেয়ার করেছেন বিশাল। তিনি নিজেও প্র্যাঙ্ক এবং কমেডি ভিডিও তৈরি করেন। প্রায় ৯ লাখ ৪৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। ভিডিও-র ক্যাপশনে বিশাল লিখেছেন, “বৃষ্টিতে কিচকিচ”। মাত্র এক সপ্তাহে ৭ হাজারের বেশি কমেন্ট করা হয়েছে ভিডিওটিতে।

advertisement

আরও পড়ুন– ঘন রেশমি চুল উড়িয়ে বিমানবন্দর থেকে বেরিয়েছিলেন এক ব্যক্তি, সন্দেহ হওয়ায় জেরা শুরু করেন শুল্ক কর্তারা; তারপর যা হল…!

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

কমেন্টে বিস্তর হাসিঠাট্টা হলেও কেউ কেউ ভিডিওটিকে সিরিয়াসলিও নিয়েছেন। অনাবিয়া আনসারি নামের এক মহিলা তুলোধনা করেছেন বিশালকে। তিনি লিখেছেন, “বৃষ্টি আর বউ ছাড়া আপনি বন্ধ্যা। জীবনে কাদা, ময়লারও প্রয়োজন রয়েছে। কয়েকদিন আগেই তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছিল। গরমে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তখন শুধু বৃষ্টির কথাই ভাবছিলাম। একইভাবে যাঁদের জীবনে বউ জোটেনি তাঁদেরও ছুটে বেড়াতে হয়। তাই দুজনকে ছাড়া বাঁচতে পারলে আমাকে জানান”।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? উত্তরে যুবক যা বললেন ৯৯ শতাংশ বিবাহিত পুরুষই সমর্থন করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল