ভিডিওটা দেখলেই বোঝা যাবে, যেভাবে ওই বিজেপি নেতা স্টেজ থেকে উল্টে পড়েছেন, তাতে তাঁর ভালোমতোই চোট লেগেছে ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ওই অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছনোর পরেই ঘটনাটি ঘটে ৷ হুমড়ি খেয়ে স্টেজ থেকে পড়া বিজেপি নেতার নাম জগদীশ জয়সওয়াল (Jagdish Jaiswal) বলে জানা গিয়েছে ৷
advertisement
মুখ্যমন্ত্রী পৌঁছতেই তিনি স্টেজে উঠে স্লোগান দিতে থাকেন, ‘প্রদেশ কা নেতা ক্যায়সা হো...’ ব্যস তারপরেই ধপাস ! খুব জোরেই সবার সামনে মাইক হাতেই উল্টে পড়েন তিনি ৷ স্টেজে চলার সময় তিনি আসলে নিচে কী রয়েছে, খেয়াল করেননি ৷ এর ফলে ব্যালেন্স রাখতে না পেরেই হুড়মুড়িয়ে পড়ে যান জয়সওয়াল ৷ সবাই মিলে এরপর টেনে তোলেন তাঁকে ৷ যেভাবে উল্টে পড়েছিলেন, তাতে হাত-পা ভাঙার সম্ভাবনা ছিল ৷ ভাগ্য ভালো যে তেমন কিছু ঘটেনি ৷
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ৷ নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন !