জানা যাচ্ছে যে চোখধাঁধানো এই আশ্চর্য বিবাহটির উদ্যোক্তা ছিলেন দিলীপ পপলি। দিলীপ তাঁর মেয়ে বিধি পপলির বিয়ের জন্য এই আয়োজন করেছিলেন। দিলীপ হলেন সংযুক্ত আরব আমিরশাহী-ভিত্তিক ব্যবসায়ী। পেশায় তিনি হিরে ব্যবসায়ী। সম্প্রতি তাঁর মেয়ের জন্যই দিলীপ এই নজরকাড়া বিয়ের অনুষ্ঠান করেছেন।
advertisement
বিশেষ কী রয়েছে এই বিয়েতে?
ভারতীয় বিয়েতে দুই পক্ষই যত বেশিই আয়োজন করুক না কেন তা কমই হয়ে পড়ে। আমাদের দেশে বিয়ে মানেই সাজো-সাজো রব। আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে চমকে দেওয়ার ক্ষেত্রে কিছুই তেমন বেশি বলে হতে পারে না। তবে দিলীপ পপলি তাঁর মেয়ের বিয়ে উদযাপন করার জন্য নানা প্রচেষ্টা চালিয়েছেন যা ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। তিনি তাঁর একটি প্রাইভেট জেটে বিয়ের অনুষ্ঠানটির আয়োজন করেন এবং নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারকে আমন্ত্রণ জানান।
দিলীপ তাঁর মেয়ের স্বপ্ন পূরণ করতে এই প্রাইভেট জেটে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। তিনি জানান যে, নিজের মেয়ের স্বপ্ন পূরণ করতে তাঁকে যত কষ্টই করতে হোক না কেন তিনি তাতে খুশি।
বিয়ে কখন হয়েছিল?
২৪ নভেম্বর বিধি পপলির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
কোথায় বিয়ের অনুষ্ঠান হয়?
অনুষ্ঠানটি দুবাইয়ের অসাধারণ ল্যান্ডস্কেপে পপলির ব্যক্তিগত জেটেক্স বোয়িং ৭৪৭-এ অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানের সময়কালের জন্য জেটটি দুবাই থেকে ওনামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুবাইয়ের আল মাকতুম বিমানবন্দরের কাছে জেটেক্স ভিআইপি টার্মিনালে উৎসবের সূচনা হয়।
আরও পড়ুন– ৩৫,০০০ কোটি টাকার সম্পত্তির মালিক, থাকেন খুবই সাধাসিধে ভাবে, চেনেন রাধা ভেম্বুকে
কীভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়?
ব্যবসায়ী দিলীপ পপলির মেয়ে বিধি মাঝ আকাশে নিজের জীবনসঙ্গীর গলায় মালা পরিয়ে বিয়ে সম্পন্ন করেন। বর-কনে তাঁদের বিয়ের অতিথিদের সঙ্গে বলিউডের গানে মাততে মাততে প্লেনে প্রবেশ করেন। ভিডিওটি ইন্টারনেটে আপলোড হতেই ভাইরাল হতে শুরু করেছে। এই অনুষ্ঠানের ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ লাইক ও শেয়ার করেছেন। বিয়েতে জেটের একটি অংশ আচার-অনুষ্ঠানের জন্য আলাদা করে রাখা হয়েছিল, বাকি প্লেনটি উপস্থিত ৩৫০ জন অতিথিদের জন্য একটি লাউঞ্জিং এরিয়া হিসাবে ব্যবহার করা হয়েছে।
