সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ক্লাসঘরে এক ছাত্রকে তার শিক্ষক গরু সম্পর্কে রচনা লিখতে দিয়েছেন। আর সেই ছাত্রের উত্তরে হেসে লুটিয়ে পড়ার জোগাড়! ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিও ক্লিপটির ভিউ ১ লক্ষ পার করেছে! যা দেখে নেটিজেনদের হাসি আর থামছেই না!
advertisement
আরও পড়ুন– মাথায় দু’টি মোড়! এমনটা হওয়ার পিছনে কারণ কী, জেনে নিন বিস্তারিত
কী এমন লিখেছে ওই ছাত্র যে, চারিদিকে হাসির রোল পড়ে গিয়েছে? ভিডিওটিতে দেখা যাচ্ছে, আদর্শ নামে ওই নাবালক ছাত্রকে ক্লাসঘরের ব্ল্যাকবোর্ডে লিখতে পাঠিয়েছেন শিক্ষক। তাঁকে বলতে শোনা যায়, “আদর্শ বেটা, আপকো গাই কে উপর এক নিবন্ধ লিখনা হ্যায়, শুরু হো যাও।” (আদর্শ, তোমাকে গরুর উপর একটা রচনা লিখতে হবে, শুরু করে দাও)। শিক্ষকের নির্দেশ শোনা মাত্রই বোর্ডের উপর চক বুলিয়ে উত্তর লিখতে শুরু করে ওই ছাত্র।
সে প্রথমে হিন্দি অক্ষরে লেখে ‘গাই’ (গরু)। এত পর্যন্ত সব ঠিকই ছিল! কিন্তু রচনা আর এগোয় না। উল্টে ‘গাই’ শব্দের ঠিক উপরে হিন্দি হরফে আদর্শ লেখে ‘নিবন্ধ’ (রচনা)! ব্যস! লেখা শেষ হতেই শিক্ষকের দিকে ফিরে মিষ্টি করে হাসতে থাকে সে। এখানেই শেষ হয়ে যায় ভিডিও। আর এর ইনটেক্সটে লেখা ছিল, ‘ওয়ার্ক স্মার্ট, নট হার্ড’ (বুদ্ধি খাটিয়ে কাজ কর, অতিরিক্ত পরিশ্রম করার দরকার নেই)!
ইনস্টাগ্রামে এই গোটা ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ওয়াও আদর্শ বেটে’ (সাবাশ! আদর্শ!)। আর সেই ভিডিও-র কমেন্ট বাক্সে এসেছে নেটিজেনদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া। বহু মানুষ আদর্শ নামের ওই ছাত্রকে ‘বুদ্ধিমান’ তকমা দিয়েছে। এক নেটাগরিক আবার লিখেছেন যে, “অন্ততপক্ষে এই বাচ্চাটা নিবন্ধের বানান তো জানে। এই বয়সে তো আমি হিন্দিতে ঠিক করে নিজের নামটাও লিখতে পারতাম না।” আর এক নেটিজেনের প্রতিক্রিয়া, “স্মার্ট কিড” (বুদ্ধিমান বাচ্চা)। এক নেটাগরিক আবার লিখেছেন, “শিক্ষক এখন ভাবছেন – এটা আমারই ভুল।”