Whirls In Head: মাথায় দু’টি মোড়! এমনটা হওয়ার পিছনে কারণ কী, জেনে নিন বিস্তারিত

Last Updated:
একটি NHGRI সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশের মাথায় দু’টি মোড় দেখা যায়।
1/7
মানুষের মাথায় চুলের গড়ন অনুযায়ী মোড় তৈরি হয়। মহিলাদের লম্বা চুল হলে তা খুব একটা বোঝা যায় না। কিন্তু পুরুষের চুলের গড়ন এমনই যে তাঁদের মাথায় মোড় স্পষ্ট হয়। Representative Image
মানুষের মাথায় চুলের গড়ন অনুযায়ী মোড় তৈরি হয়। মহিলাদের লম্বা চুল হলে তা খুব একটা বোঝা যায় না। কিন্তু পুরুষের চুলের গড়ন এমনই যে তাঁদের মাথায় মোড় স্পষ্ট হয়। Representative Image
advertisement
2/7
বলা হয় যে, যাঁদের মাথায় দু’টি মোড় তাঁরা দু’টি বিবাহ করে থাকেন। কিন্তু এই ভবিষ্যৎ বাণী কি সত্যি হয়? নাকি এর পিছনে কোনও বৈজ্ঞানিক কারণ রয়েছে? Representative Image
বলা হয় যে, যাঁদের মাথায় দু’টি মোড় তাঁরা দু’টি বিবাহ করে থাকেন। কিন্তু এই ভবিষ্যৎ বাণী কি সত্যি হয়? নাকি এর পিছনে কোনও বৈজ্ঞানিক কারণ রয়েছে? Representative Image
advertisement
3/7
এই ঘটনার পিছনে রয়েছে এক অবাক করা ঘটনা। জেনে নেওয়া যাক বিস্তারিত— অনেকের মাথায় দু’টি মোড় থাকে। বয়স্করাও অনেক সময় এই কারণে উদ্বিগ্ন হন। তাঁরা মনে করেন তাঁদের সন্তান বা নাতি-নাতনির জীবনে কোনও সমস্যা হতে পারে। আবার কেউ বলেন, যাদের দুইটি মোড় রয়েছে তারা দুইবার বিয়ে করে। Representative Image
এই ঘটনার পিছনে রয়েছে এক অবাক করা ঘটনা। জেনে নেওয়া যাক বিস্তারিত— অনেকের মাথায় দু’টি মোড় থাকে। বয়স্করাও অনেক সময় এই কারণে উদ্বিগ্ন হন। তাঁরা মনে করেন তাঁদের সন্তান বা নাতি-নাতনির জীবনে কোনও সমস্যা হতে পারে। আবার কেউ বলেন, যাদের দুইটি মোড় রয়েছে তারা দুইবার বিয়ে করে। Representative Image
advertisement
4/7
 কিন্তু সত্যিই কি দুই মোড় যুক্ত মানুষের দু’বার বিবাহ হয়? সাধারণত বেশির ভাগ মানুষের মাথায় একটিই মোড় থাকে। একটি NHGRI সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশের মাথায় দু’টি মোড় দেখা যায়। Representative Image
কিন্তু সত্যিই কি দুই মোড় যুক্ত মানুষের দু’বার বিবাহ হয়? সাধারণত বেশির ভাগ মানুষের মাথায় একটিই মোড় থাকে। একটি NHGRI সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশের মাথায় দু’টি মোড় দেখা যায়। Representative Image
advertisement
5/7
প্রকৃতপক্ষে, বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে, এর পিছনে কাজ করে বংশগতি। দু’টি পাকানো মোড় যুক্ত চুলের গঠনে প্রধান ভূমিকা পালন করে জিন। বিশেষজ্ঞদের দাবি, কোনও পুরুষ বা মহিলার মাথায় এমন মোড় থাকলে বুঝতে হবে এটি তিনি উত্তরাধিকারসূত্রে পরিবারের কোনও সদস্যর থেকে পেয়েছেন। তবে এতে অস্বাভাবিক কিছু নেই। এটি শরীরের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। Representative Image
প্রকৃতপক্ষে, বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে, এর পিছনে কাজ করে বংশগতি। দু’টি পাকানো মোড় যুক্ত চুলের গঠনে প্রধান ভূমিকা পালন করে জিন। বিশেষজ্ঞদের দাবি, কোনও পুরুষ বা মহিলার মাথায় এমন মোড় থাকলে বুঝতে হবে এটি তিনি উত্তরাধিকারসূত্রে পরিবারের কোনও সদস্যর থেকে পেয়েছেন। তবে এতে অস্বাভাবিক কিছু নেই। এটি শরীরের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। Representative Image
advertisement
6/7
অথচ, মানুষ বিশ্বাস করে দু’টি মোড় থাকা মানেই দু’টি বিবাহের সম্ভাবনা। অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আশঙ্কাও রয়েছে। এবিষয়ে কোনও সঠিক তথ্য আজ পর্যন্ত কেউ দিতে পারেননি। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় যাঁদের মাথায় দু’টি মোড় থাকে তাঁরা অত্যন্ত শুভ হয়ে থাকেন। Representative Image
অথচ, মানুষ বিশ্বাস করে দু’টি মোড় থাকা মানেই দু’টি বিবাহের সম্ভাবনা। অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আশঙ্কাও রয়েছে। এবিষয়ে কোনও সঠিক তথ্য আজ পর্যন্ত কেউ দিতে পারেননি। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় যাঁদের মাথায় দু’টি মোড় থাকে তাঁরা অত্যন্ত শুভ হয়ে থাকেন। Representative Image
advertisement
7/7
 এঁরা খুব স্পষ্টবাদী, ধৈর্যশীল স্বভাবের হয়ে থাকেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। সকলকে সহায়তা করেন। তবে এঁরা যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একশো বার চিন্তা করেন। সব সময় এঁদের প্রচেষ্টা থাকে, কী ভাবে আশেপাশের লোকদের খুশি করা যায়। Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
এঁরা খুব স্পষ্টবাদী, ধৈর্যশীল স্বভাবের হয়ে থাকেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। সকলকে সহায়তা করেন। তবে এঁরা যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একশো বার চিন্তা করেন। সব সময় এঁদের প্রচেষ্টা থাকে, কী ভাবে আশেপাশের লোকদের খুশি করা যায়। Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
advertisement
advertisement
advertisement