প্রকৃতপক্ষে, বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে, এর পিছনে কাজ করে বংশগতি। দু’টি পাকানো মোড় যুক্ত চুলের গঠনে প্রধান ভূমিকা পালন করে জিন। বিশেষজ্ঞদের দাবি, কোনও পুরুষ বা মহিলার মাথায় এমন মোড় থাকলে বুঝতে হবে এটি তিনি উত্তরাধিকারসূত্রে পরিবারের কোনও সদস্যর থেকে পেয়েছেন। তবে এতে অস্বাভাবিক কিছু নেই। এটি শরীরের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য।
Representative Image
এঁরা খুব স্পষ্টবাদী, ধৈর্যশীল স্বভাবের হয়ে থাকেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। সকলকে সহায়তা করেন। তবে এঁরা যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একশো বার চিন্তা করেন। সব সময় এঁদের প্রচেষ্টা থাকে, কী ভাবে আশেপাশের লোকদের খুশি করা যায়। Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷