কী এমন করল সে? যার জন্য এত হই-চই! ভিডিওটি দেখলে আপনিও কিছুক্ষণের জন্য থমকে যাবেন! ইনস্টাগ্রামে একটি প্রোফাইল রয়েছে যুবকের! সেই মাধ্যমেই এই যুবক বড়দের ছবিতে কাজ করার সুযোগ পেলেন। তিন লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন যুবক! তিনি যদি এই অ্যাডাল্ট ছবিতে কাজ করেন তাহলে! এই অফার পেয়েই ছেলেটি তাঁর মাকে ডেকে বসে। আর তারপরেই ঘটে আসল কাণ্ড!
advertisement
মাকে ডেকে ছেলেটি জানায় সে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছে। যা শুনে আনন্দে ছেলেকে আর্শীবাদ করতে থাকেন মা! আর তার পরেই আসল কথাটা বলে ফেলে যুবক! সে তাঁর মাকে বলে যে তিন লাখ টাকার বিনিময়ে বড়দের ছবিতে কাজ পেয়েছে সে! যা শুনেই হা হয়ে যায় মায়ের মুখ! কিছুক্ষণ চুপ থেকে ছেলেক ওই মহিলা বলেন, “এ কথা কি মাকে বলা যায়? যাও এখান থেকে!” ওই যুবক সঙ্গে সঙ্গে মাকে জানায় সে না করে দিয়েছে। আসলে সে মায়ের সঙ্গে মজা করছিল! এই মা ও ছেলের মজার ভিডিওটি সোশ্যাল মাধ্যমে এখন টপ ভাইরাল!