ট্যুইটারে ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে উজ্জ্বল সবুজ পদ্মপাতায় জলবিন্দুতে সাঁতার কাটছে ছোট্ট মাছ। জুম ইন করা ভিডিওতে ধরা পড়েছে বিরল সেই মুহূর্ত। অনেকেই চিন্তা করেছেন মাছটির বেঁচে থাকা নিয়েও। নেটিজেনদের মন্তব্য, আলোকচিত্রীর চোখ অসামান্য। পদ্মপাতায় স্বচ্ছ জলবিন্দুতে মাছের অভিব্যক্তিও প্রাণবন্ত ছবিতে।
advertisement
কিন্তু জলবিন্দু বাষ্পীভূত হতে কী আর সময় লাগবে! তার পর কী হবে খুদে মাছের-এ চিন্তা অনেকেরই। তাঁদের আশা, ছবি তোলার পর আলোকচিত্রী নিশ্চয়ই মাছকে আবার ফিরিয়ে দিয়েছেন জলেই।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 7:20 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: পদ্মপাতায় এক ফোঁটা জলে ছোট্ট মাছের সাঁতার! দুর্লভ ও প্রাণবন্ত ভিডিও মিস করবেন না কিছুতেই