শেয়ার করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘টাকাপয়সার লেনদেন কিন্তু গুরুত্বপূর্ণ ৷ সে আপনি ডলারেই দিন, বা খুচরো পয়সায়৷’’ এই ধারণা থেকেই নাকি হঠাৎই তাঁর মনে হয় তাজ হোটেলে খাওয়ার পর খুচরো পয়সায় পেমেন্ট করলে কেমন হয়!
তাঁর শেয়ার করা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তাজ হোটেলে পিজ্জা আর মকটেল খেয়ে বিল চাইলেন৷ এর পর ওয়েটার বিল এনে দিলে তিনি পকেট থেকে ঝুলি বার করে খুচরো পয়সা গুনতে শুরু করলেন৷ তাঁর এই কীর্তিতে হতবাক বিলাসবহুল ওই হোটেলে নৈশভোজ সারতে আসা বাকিরা৷ সিদ্ধেশ আরও জানান তিনি হোটেলের রান্নাঘর থেকে খুচরো পয়সা গোনার শব্দ শুনতে পেয়েছেন!
advertisement
আরও পড়ুন : জুটি বাঁধছেন ঋষভ-ঐশ্বর্য, প্রেমের মাসে মুক্তি পেল ভালবাসার ছবি "একলা ঘর"-এর ট্রেলার
ভিডিওর শেষে সিদ্ধেশের মন্তব্য, ‘‘এই অভিজ্ঞতার সারমর্ম হল কেতাদুরস্ত হওয়ার চাপ পরতে পরতে আমাদের ঘিরে থাকে৷ আমরা সে সব নিয়ে এতই ব্যস্ত থাকি যে স্বাভাবিক হওয়ার ইচ্ছেই চলে যায় মন থেকে৷ নিজের মতো আচরণ করুন৷ সব সময় পরিস্থিতির চাপ বা অন্যের প্রত্যাশার কারণে অন্যরকম আচরণ করবেন না৷’’
তাঁর ভিডিও দেখে অনেক নেটিজেনই মজা পেয়েছেন৷ কিন্তু অনেকেই তাঁকে মনে করিয়ে দিয়েছেন এই আচরণ সমীচীন নয়৷ তাঁর দেওয়া খুচরোর পাহাড় দেখে প্রথমে বিব্রত হয়ে পড়েন ওয়েটাররা৷ পরিস্থিতি সামলে তাঁরা হাসিমুখেই খুচরো পয়সা নিয়ে যান৷ সব কাজ ফেলে ওই রাশি রাশি পয়সা গুনতে তাঁদের কী ঝামেলা হয়েছে, সেটা ভেবেই দিশেহারা অনেক নেটিজেন৷