TRENDING:

Taj Hotel: তাজ হোটেলে খানাপিনার পর বিল মেটালেন খুচরো পয়সায়! ওয়েটারদের প্রতিক্রিয়া দেখুন ভাইরাল ভিডিওয়

Last Updated:

Taj Hotel: মুম্বই তথা সারা দেশে বিখ্যাত তাজ প্যালেস হোটেলে খেয়ে তিনি দাম মেটালেন খুচরো পয়সায়৷ তাঁর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : নামীদামি হোটেল রেস্তঁরায় খাওয়ার বেশ কিছু অলিখিত চুক্তি আছে৷ আমরা জেনে হোক, না জেনে হোক, সেই শর্তে সম্মতি জানাই৷ পোশাকবিধি, টেবল ম্যানার্স থেকে শুরু করে খাবারের বিল মেটানো পর্যন্ত-প্রতিটি ধাপই যেন কেতায় মোড়া৷ সেই কেতাদুরস্ত আদবকায়দারই উল্টোপথে হাঁটলেন মুম্বইয়ের কনটেন্ট ক্রিয়েটর সিদ্ধেশ লোকরে৷ মুম্বই তথা সারা দেশে বিখ্যাত তাজ প্যালেস হোটেলে খেয়ে তিনি দাম মেটালেন খুচরো পয়সায়৷ তাঁর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
তাজ হোটেলে পিজ্জা আর মকটেল খেয়ে বিল চাইলেন
তাজ হোটেলে পিজ্জা আর মকটেল খেয়ে বিল চাইলেন
advertisement

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘টাকাপয়সার লেনদেন কিন্তু গুরুত্বপূর্ণ ৷ সে আপনি ডলারেই দিন, বা খুচরো পয়সায়৷’’ এই ধারণা থেকেই নাকি হঠাৎই তাঁর মনে হয় তাজ হোটেলে খাওয়ার পর খুচরো পয়সায় পেমেন্ট করলে কেমন হয়!

তাঁর শেয়ার করা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তাজ হোটেলে পিজ্জা আর মকটেল খেয়ে বিল চাইলেন৷ এর পর ওয়েটার বিল এনে দিলে তিনি পকেট থেকে ঝুলি বার করে খুচরো পয়সা গুনতে শুরু করলেন৷ তাঁর এই কীর্তিতে হতবাক বিলাসবহুল ওই হোটেলে নৈশভোজ সারতে আসা বাকিরা৷ সিদ্ধেশ আরও জানান তিনি হোটেলের রান্নাঘর থেকে খুচরো পয়সা গোনার শব্দ শুনতে পেয়েছেন!

advertisement

আরও পড়ুন :  জুটি বাঁধছেন ঋষভ-ঐশ্বর্য, প্রেমের মাসে মুক্তি পেল ভালবাসার ছবি "একলা ঘর"-এর ট্রেলার

ভিডিওর শেষে সিদ্ধেশের মন্তব্য, ‘‘এই অভিজ্ঞতার সারমর্ম হল কেতাদুরস্ত হওয়ার চাপ পরতে পরতে আমাদের ঘিরে থাকে৷ আমরা সে সব নিয়ে এতই ব্যস্ত থাকি যে স্বাভাবিক হওয়ার ইচ্ছেই চলে যায় মন থেকে৷ নিজের মতো আচরণ করুন৷ সব সময় পরিস্থিতির চাপ বা অন্যের প্রত্যাশার কারণে অন্যরকম আচরণ করবেন না৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁর ভিডিও দেখে অনেক নেটিজেনই মজা পেয়েছেন৷ কিন্তু অনেকেই তাঁকে মনে করিয়ে দিয়েছেন এই আচরণ সমীচীন নয়৷ তাঁর দেওয়া খুচরোর পাহাড় দেখে প্রথমে বিব্রত হয়ে পড়েন ওয়েটাররা৷ পরিস্থিতি সামলে তাঁরা হাসিমুখেই খুচরো পয়সা নিয়ে যান৷ সব কাজ ফেলে ওই রাশি রাশি পয়সা গুনতে তাঁদের কী ঝামেলা হয়েছে, সেটা ভেবেই দিশেহারা অনেক নেটিজেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Taj Hotel: তাজ হোটেলে খানাপিনার পর বিল মেটালেন খুচরো পয়সায়! ওয়েটারদের প্রতিক্রিয়া দেখুন ভাইরাল ভিডিওয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল