আসলে ইনস্টাগ্রামে নতুন করে ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো৷ সেটি পোস্ট করেছেন কনে নিজেই৷ ইনস্টাগ্রামে তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন ‘‘হাজির ঘুমন্ত কনে (আমি), যখন সকাল সাড়ে ছটা বাজে ঘড়িতে এবং বিয়ের অনুষ্ঠান হয়েই চলেছে৷’’ ভিডিওতে স্পষ্টই বোঝা যাচ্ছে ভারী শাড়ি ও গয়না পরা বিয়ের কনে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন৷
আরও পড়ুন : ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী
advertisement
কনের পাশে ছিলেন বিয়ের বরও৷ কনের অজান্তেই ভিডিও করেছেন তাঁর বন্ধু পল্লবী শর্মা৷ এই ভিডিও ইতিমধ্যেই ৭.৬ লক্ষ ভিউজ পেরিয়ে গিয়েছে৷ লাইক পেয়েছে ১৫ হাজারের বেশি৷ অনেক নেটিজেনই ফিরে গিয়েছেন বিয়ের স্মৃতি রোমন্থনে৷ বেশির ভাগ নেটিজেনই স্বীকার করেছেন বিয়ের অনুষ্ঠানে রীতি রেওয়াজ পালন করতে করতে ক্লান্তি আসা স্বাভাবিক৷ কনের সাজের প্রশংসা করতেও ভুলে যাননি নেটিজেনরা৷