TRENDING:

ইনি কে, রাণু মণ্ডলের বোন নাকি! নেটদুনিয়া যে ছবিতে মজেছে, তার আসল সত্য জানেন?

Last Updated:

Viral Video Ranu Mandal duplicate woman found: যারা রানাঘাটে ডেলি প্যাসেঞ্জারি করেন তারা হয়তো অনেকেই দেখেছেন এই মানুষটিকে। হয়তো তখনও কেউই ভাবতে পারেনি নেট দুনিয়ার মাধ্যমে রাতারাতি একদিন এই মহিলাটিই রীতিমতো সেলিব্রেটি হয়ে উঠবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: রাণু মণ্ডল, রানাঘাট স্টেশন থেকে যে পাড়ি দিয়েছিল সোজা মুম্বইয়ের স্টুডিওতে। গেয়েছেন হিমেশ রেশমিয়ার পরিচালনায় একটি হিন্দি গানও। মাটি থেকে উঠে আকাশের চাঁদ হাতে পাওয়ার রাণু মণ্ডলের কাহিনী অনেকেরই জানা।
জেনে নিন এই ছবির আসল সত্যি
জেনে নিন এই ছবির আসল সত্যি
advertisement

এলোমেলো কাঁচা পাকা চুল, ময়লা জামা কাপড় যত্নহীন চেহারা এক মহিলাকে বছর তিনেক আগেও তেমন কেউ চিনতেন না। তবে যারা রানাঘাটে ডেলি প্যাসেঞ্জারি করেন তারা হয়তো অনেকেই দেখেছেন এই মানুষটিকে। হয়তো তখনও কেউই ভাবতে পারেনি নেট দুনিয়ার মাধ্যমে রাতারাতি একদিন এই মহিলাটিই রীতিমতো সেলিব্রেটি হয়ে উঠবে। লতাকন্ঠি রাণু মণ্ডল স্টেশনে লতা মঙ্গেশকরের গান গাইতেন। তার গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরেই রাতারাতি ভাইরাল হয়ে যায় তার গান। সেই গান গিয়ে পৌঁছয় সুদূর মুম্বইয়ের সিনেমা জগতে। সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া তার গান শুনে মুগ্ধ হয়ে যান এবং তিনি ঠিক করেন রাণু মণ্ডলকে দিয়েই তার পরিচালনায় একটি গান গাওয়াবেন তিনি।

advertisement

আরও পড়ুন: বীরভূমের পর বর্ধমান! গরু পাচারের গোপন করিডরে আচমকা হানা, তারপরের কাণ্ড চমকে দেবে

আর তখনই রাণু মণ্ডলের ডাক পড়ে বলিউডে। হিমেশ রেশমিয়ার পরিচালনায় গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়ে যান তিনি। একাধিক টিভি চ্যানেলের রিয়ালিটি শো তে নিমন্ত্রণ পায় সে। রাতারাতি ভাগ্য বদলে যায় তার। একাধিক ভিডিও নির্মাতারা তার বাড়িতে যান তার সঙ্গে ভিডিও করতে। একটা সময় রাণু মণ্ডল হয়ে উঠেছিলেন নেট মাধ্যমের হট টপিক। কিন্তু ভাগ্যের পরিহাস। যেখান থেকে তিনি উঠে এসেছিলেন আবারও সেখানেই এসে পড়লেন তিনি। ইতিমধ্যে রাণু মণ্ডলের বিভিন্ন সাক্ষাৎকারে একাধিক মন্তব্যের কারণে বেশ সমালোচিত হতে হয়েছে তাকে। কেউ বলেন তাকে মানসিক ভারসাম্যহীন আবার কেউ বলেন তিনি অহংকারী। সেই কারণেই তাকে নাকি আবারও ফিরতে হয়েছে যেখান থেকে শুরু হয়েছিল তার গল্প।

advertisement

View More

আরও পড়ুন: ঘুমন্ত শিশুকে তুলে একের পর এক মেঝেতে আছাড়, মালদহের সাংঘাতিক ভিডিও ভাইরাল

ইতিমধ্যে শোনা যাচ্ছে রাণু মণ্ডলের বায়োপিক নিয়ে হতে চলেছে একটি সিনেমাও, সেই সিনেমার সুবাদেই জনপ্রিয় গায়ক সিধু স্বয়ং এসেছিলেন তার বাড়িতে তার সঙ্গে দেখা করতে। তবে বর্তমানে মানুষের স্মৃতি থেকে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন রাণু মণ্ডল। তবে আবারও নেটাগরিকদের কাছে তিনি হয়ে উঠেছেন হট টপিক। তার কারণ সম্প্রতি দেখা যাচ্ছে একটি ছবি যা নাকি অনেকটাই দেখতে রাণু মণ্ডলের মত। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুজোর নতুন লুকে রাণু মণ্ডল। দামি কাপড়, চড়া মেকআপে সেই ছবি হার মানিয়ে দিতে পারে যে কোনও টলিউড কিংবা বলিউডের নায়িকাকেও। হীরের গয়না পরিহিত সেই ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন অনেকেই। এমনই ছবি পোস্ট হয়েছে রাণু মণ্ডলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

advertisement

তবে সূত্রের খবর অনুযায়ী এই তথ্য সম্পূর্ণরূপে ভুল। জানা যায় রাণু মণ্ডলের একটি ফেক অ্যাকাউন্ট থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে। এবং সেই ছবির সঙ্গে রাণু মণ্ডলের বেশ কিছুটা সাদৃশ্য থাকলেও তা মোটেই তিনি নন। ছবিগুলো অতিরিক্ত মাত্রায় এডিট করার পর সেটি এমনভাবে পোস্ট করা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই যে তিনি রাণু মণ্ডল নন। সেই কারণেই বহু মানুষ সেই ছবিটি দেখে ভুলবশত রাণু মণ্ডল ভাবছেন।

advertisement

Mainak Debnath

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইনি কে, রাণু মণ্ডলের বোন নাকি! নেটদুনিয়া যে ছবিতে মজেছে, তার আসল সত্য জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল