সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে আজকাল অনেকেই রোজগার করছেন! পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে নতুন ইউটিউবার! আর এই ইউটিউবারদের লিস্টে রাণু মণ্ডলের নাম থাকবেই! ভাইরাল রাণু মণ্ডলের বাড়িতে তারা একবার যাবেই ভিডিও বানাতে! ভারত শুধু না, বাংলাদেশ থেকেও ইউটিউবাররা তাঁর বাড়িতে ছুটে আসেন! সেই সব ভিডিওতে কিন্তু রাণুর গান নয়, থাকে তাঁকে নিয়ে মজা করা কিছু মুহূর্ত! যা সোশ্যাল মিডিয়ায় এলেই ভাইরাল হয়! সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে!
advertisement
ভিডিওটি খুব নতুন নয়! দেখা যাচ্ছে এক মহিলা ইউটিউবারকে ঝাঁটা দিয়ে পেটাচ্ছেন রাণু মণ্ডল! ইউটিউবার তার দলবল নিয়ে রাণু মণ্ডলের বাড়িতে গিয়েছেন।
আরও পড়ুন: মুকেশ আম্বানির কোলে নাতনি আদিয়া! মিষ্টি মুহূর্ত সামনে আসতেই প্রশংসার ঝড়!
নাইটি পরেই ঝাঁটা নিয়ে সেই ইউটিউবারদের তাড়া করেন রাণু মণ্ডল! মজার বিষয় হল মাঝে মধ্যেই এইভাবে ঝাঁটা নিয়ে তেড়ে গিয়ে বহু ইউটিউবারকেই বাড়ি থেকে বের করে দিয়েছেন রাণু মণ্ডল! মোট কথা রাণুর অসহায় অবস্থা বার বার উঠে এসেছে এই ভিডিও গুলোর মধ্যে দিয়ে!