ঢাক-ঢোল বাজিয়েদের অফিসের সামনে ভাড়া করে এনেছিলেন অনিকেত নিজেই। কোম্পানি থেকে চাকরি ছাড়ার সময় এমন অনভিপ্রেত ঘটনায় সকলেই হতভম্ব হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা শেয়ার করেছেন অনিশ ভগত নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর।
আরও পড়ুন: ফ্যানের হাওয়া গায়েই লাগছে না? গতি কমে ঠান্ডা হাওয়া উধাও? এই এক টিপসে আবার ফুল স্পিডে ঘুরবে পাখা
অনিশ এই ছবি ও ঘটনার শেয়ার করে লিখেছেন, ‘আজকালকার বেসরকারি কোম্পানিগুলির বিষাক্ত কাজের পরিবেশের সঙ্গে অনেকেই পরিস্থিতি মেলাতে পারবেন। কোনও সম্মান নেই কাজের’। অনিকেতের কথাও জানান তিনি। আজ থেকে তিন বছর আগে এই চাকরি অনিকেত ছেড়েছিলেন। কারণ, তাঁর বস তাঁকে মিডল ক্লাস বলে খুবই অসম্মান করেছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন: দইয়ের এই পদ খেলেই শরীর হবে ‘ঠান্ডা ঠান্ডা-কুল কুল’, হুড়মুড়িয়ে কমবে ওজন! রইল সহজ রেসিপি
অনিশ ও তাঁর বন্ধুরাও সেদিন অনিকেতের ফেয়ারওয়েলে উপস্থিত ছিলেন অফিসের বাইরে। ঢাক ঢোল বাজিয়ে অনিকেত নেচে তাঁর প্রাক্তন বসকে বলেছিলেন, ‘সরি স্যর, বাই বাই’। খুবই লজ্জায় পড়েছিলেন বস। সেগুলি ভিডিও করে ভাইরাল করা হয়েছিল। অনিকেত পরবর্তীতে ফিটনেস ট্রেনার হিসেবে কর্মরত।