লিলি জানান, এটা একটা স্টান্টের মতো ভিডিও! পুরোটা শ্যুট করা হয়! এই ভিডিওটি ভাইরাল ভিডিও হিসেবে দেখানো হবে! সোশ্যাল মাধ্যমে পাওয়া যাবে! ভিডিওটি ডকুমেন্টারি পরিচালক জোশুয়া পিটার তৈরি করেন। এক সাক্ষাৎকারে লিলি জানান, খুব কম সময় করে এক এক জনকে পুরুষকে সঙ্গ দিতে পেরেছেন তিনি! যখন ৪০ নম্বর পুরুষের সঙ্গে সঙ্গম করছেন এই সময় তিনি ক্লান্ত হয়ে পড়েন। তবে মনে জেদ চেপে যাওয়ায় তিনি ১০১ জনের সঙ্গে সঙ্গম করতে সক্ষম হন!” তিনি এর পরেই ঘোষণা করেন ২৪ ঘণ্টায় ১০০০ পুরুষের সঙ্গে সঙ্গম করার কথা! যার জন্য তিনি একটি মেইল আইডি দেন। যেখানে সারা বিশ্বের পুরুষরা আবেদন করতে পারবেন। তবে সিলেক্ট করবেন লিলি নিজে! এই হাজার পুরুষের সঙ্গে সঙ্গমের চ্যালেঞ্জটি ২০২৫ সালের জানুয়ারি মাসে শ্যুট করা হবে।
advertisement
আরও পড়ুন: চিনি খাচ্ছেন না, তবুও সুগার বাড়ছে? ডায়াবেটিস দূর করতে হলে ভুলেও এই সব খাবার খাবেন না
তবে লিলি জানিয়েছেন, এই পুরো বিষয়টা ভীষণ কষ্টের। শরীরে ব্যথা করতে শুরু করে একটা সময়ের পর! চিকিৎসকরা বলছেন, এক সঙ্গে এতজন পুরুষের সঙ্গে সঙ্গম কোনও মতেই স্বাস্থ্যকর নয়। এতে যৌন রোগ হতে পারে! অথবা শরীরে নানা রকম রোগ দেখা দেওয়ার সম্ভাবনাও থাকে! সব কিছু জানার পরেও লিলি হাজার পুরুষের সঙ্গে সঙ্গমের চ্যালেঞ্জটি নিজেই নিয়েছেন! তবে তিনি এও বলেছেন, ‘যে এই সঙ্গম করার জন্য তিনি অন্য কাউকে বলবেন না, কাউকে এই কাজ করতে বারণ করছেন! এটি খুব বিপদের এবং কষ্টকর একটা জার্নি!’ যদিও এর আগে লিসা স্পার্কস নামের এক নীল ছবির অভিনেত্রী একদিনে ৯১৯ জনের সঙ্গে সঙ্গমের রেকর্ড করেছেন! এখন এটাই দেখার লিলি সেই রেকর্ড ভাঙতে পারেন কিনা! এই ভিডিও আপাতত ভাইরাল!