দুরন্ত শিকারী এই স্নো লেপার্ড। 'পাহাড়ের ভূত' বলার পেছনেও যথেষ্ট কারণ থাকে। এই শিকারী একেবারে পাহাড়ের সঙ্গে গা মিলিয়ে লুকিয়ে থাকে। এদের প্রায় দেখা যায় না বললেই চলে। তবে এরা ধূর্ত শিকারী।
আরও পড়ুন- চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা
হিমালয়ের ঠান্ডা পাহাড়ে পাওয়া যায় বলে এদের তুষার চিতাও বলা হয়। যদিও এটি একটি হিংস্র শিকারী। তবে এদের সেভাবে দেখা যায় না। তবুও আজকাল এই প্রাণীর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
advertisement
এমনই একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের (IFS) আধিকারিক পারভিন কাসওয়ান। বুধবার (১৫ মার্চ) তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন। এই ৪৪-সেকেন্ডের ভিডিও। আইএফএস অফিসার লিখেছেন, কী চমৎকার শিকারী!
আসলে পারভিন কাসওয়ান দ্য ওয়াইল্ড ইন্ডিয়ার একটি ভিডিও রিটুইট করেছেন। দ্য ওয়াইল্ড ইন্ডিয়া ভিডিওটি টুইট করে তিনি লিখেছেন, 'পাহাড়ের ভূত। ধূর্ত শিকারী। ১৩ মার্চ উলয়ের কাছে এই তুষার চিতা একটি শাপু (লাদাখে পাওয়া যায়) শিকার করছে।
এই ভিডিওতে একটি স্নো লেপার্ড ছোট্ট একটি শাপু (এক ধরণের পাহাড়ি ছাগল) এর উপর ঝাঁপিয়ে পড়ে। শাপু প্রাণ বাঁচাতে দৌড়ায়। চিতাবাঘ তাকে তাড়া করে। শাপু ভারসাম্য হারিয়ে বরফের পাহাড়ের ঢালে পড়ে যায়। কিন্তু স্নো লেপার্ড সেই সুযোগের সদ্ব্যবহার করে শিকার ধরে।
আরও পড়ুন- দিনের বেলাতেও এই জায়গায় কেউ প্রবেশ করে না! পৃথিবীর অন্যতম হন্টেড স্থানে যাবেন?
পারভানি কাসওয়ান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি বন্যপ্রাণী সম্পর্কিত তথ্য এবং ভিডিও শেয়ার করতে থাকেন। তাঁর শেয়ার করা ভিডিওগুলোও বেশ ভাইরাল হয়। টুইটারে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে।