হোম » ছবি » পাঁচমিশালি » চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

  • 18

    Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

    বাড়িতে এমন কিছু পুরনো তালাবন্দি বাক্স বা সিন্দুক থাকে যেগুলির চাবির আর কোনও হদিশ পাওয়া যায় না। কিন্তু অনেক সময়ে দেখা যায় সেই বাক্সগুলিতে এমন কিছু জিনিস আছে, যা হয়তো তৎক্ষণাৎ কোনও জরুরি কাজে লাগবে। কিন্তু বাইরে থেকে পেশাদার কাউকে এনে তালা খোলাতে অনেকটা সময় লেগে যায়। এমন সময়ে বাড়িতে থাকা একটি মাত্র জিনিস দিয়েই সেই তালা খুলে ফেলতে পারবেন। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)

    MORE
    GALLERIES

  • 28

    Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

    বহু বছর ধরে আটকে থাকা সেই তালা খোলার জন্য় লাগবে শুধু একবাক্স দেশলাই। নেটমাধ্য়মে অসংখ্য় ভিডিওয় দেখানো হয়েছে দেশলাই দিয়ে তালা খোলার 'ট্রিক'। এটি করার জন্য় খুব সহজ কয়েকটি ধাপ। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)

    MORE
    GALLERIES

  • 38

    Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

    প্রথমে দেশলাই কাঠিগুলির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে একটি বারুদ-সহ কাঠি আলাদা করে রেখে দিতে হবে। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)

    MORE
    GALLERIES

  • 48

    Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

    কাঠিগুলি থেকে বারুদ ছাড়িয়ে নেওয়ার পর সবকটি বারুদ একটি কাগজে একসঙ্গে জড়ো করতে হবে। তার পর সেগুলি খুব সাবধানে তালার ফুটোর মধ্য়ে ঢুকিয়ে দিতে হবে। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)

    MORE
    GALLERIES

  • 58

    Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

    তার পর চাবি ঢোকানোর সেই ফুটোর মধ্য়ে আলাদা করে রেখে দেওয়া সেই দেশলাই কাঠিটিকে গুঁজে দিতে হবে। তবে মনে রাখতে হবে, দেশলাই কাঠিটির বারুদের অংশটি যেন থাকে বাইরের দিকে। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)

    MORE
    GALLERIES

  • 68

    Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

    এর পর সেই বারুদে আগুন ধরিয়ে দিতে হবে। সেই আগুন ধীরে ধীরে কাঠির নীচ পর্যন্ত যাবে। এবং অবশেষে তালার যে অংশে বারুদগুলি আছে, সেখানে গিয়ে পৌঁছবে। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)

    MORE
    GALLERIES

  • 78

    Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

    তবে এই সময় অতি অবশ্য়ই তালা থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। কারণ আগুন বারুদের সংস্পর্শে এসে হালকা বিস্ফোরণ ঘটাতে পারে। এর পরেই সেই তালা খুলে যাবে। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)

    MORE
    GALLERIES

  • 88

    Lock and Key: চাবি হারিয়ে গিয়েছে? বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে নিমেষেই খুলে যাবে তালা

    তবে ছোটখাটো তালার ক্ষেত্রেই এই পদ্ধতি অনুসরণ করা ভাল। বড় কোনও তালা খোলার জন্য় পেশাদার কারও সাহায্য় নেওয়া প্রয়োজন। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)

    MORE
    GALLERIES