বাড়িতে এমন কিছু পুরনো তালাবন্দি বাক্স বা সিন্দুক থাকে যেগুলির চাবির আর কোনও হদিশ পাওয়া যায় না। কিন্তু অনেক সময়ে দেখা যায় সেই বাক্সগুলিতে এমন কিছু জিনিস আছে, যা হয়তো তৎক্ষণাৎ কোনও জরুরি কাজে লাগবে। কিন্তু বাইরে থেকে পেশাদার কাউকে এনে তালা খোলাতে অনেকটা সময় লেগে যায়। এমন সময়ে বাড়িতে থাকা একটি মাত্র জিনিস দিয়েই সেই তালা খুলে ফেলতে পারবেন। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)