ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানেতে, একটি আবাসনের ফ্ল্যাটের গ্রিলে ঝুলছিল ১০ ফুট লম্বা অ্যালবিনো বার্মিজ প্রজাতির পাইথনটি। জানালায় লোহার গ্রিলে ঝুলে রয়েছে অত বড় একটি সাপ।
আরও পড়ুন: ‘আমি ভীষণ লজ্জা পাই, কিন্তু করিনা বললে না করা যায় না’, জানে জান-এর সেটে বিজয়ের প্রথম…!
বন দফতরকে খবর দেওয়ার পর দুই বনকর্মী এসে সাপের সঙ্গে একই ভাবে গ্রিলে ঝুলে পাইথনটিকে উদ্ধারের কাজ শুরু করেন। তাঁদের উদ্দেশ্য ছিল কোনও ভাবেই যেন সাপটি ঘরের ভিতর না ঢুকে পড়ে।
আরও পড়ুন: দুধে অ্যালার্জি? শরীরে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করবে এগুলি, জানুন
শেষ পর্যন্ত সাপটিকে উদ্ধার করা যায়। বনকর্মীরা সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। খুবই বিরল প্রজাতির এই পাইথনটি। থানের নৌপাদা এলাকায় এমন দৃশ্য দেখে ভিড় জমান সাধারণ মানুষ। মোবাইলে ছবি তোলার হিড়িক পড়ে যায়। পুলিশের দাবি, এক ব্যক্তি এই সাপের বেআইনি প্রজনন ঘটান। যদিও সেই ব্যক্তি এখনও ধরা পড়েনি।