TRENDING:

Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে

Last Updated:

ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে৷ প্রায় আড়াই হাজার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে ভিডিওটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: বিয়ে নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকে৷ বহু ক্ষেত্রেই বিয়ের বিশাল আয়োজন করে থাকেন সকলে (Marriage Video)৷ অবশ্যই যার যেমন সামর্থ৷ তবে ধুমধাম বিয়ের রীতি সর্বত্রই৷ যার যেমন ক্ষমতা, তার থেকে কিছুটা বেশিই যেন থাকে বিয়ের আয়োজন৷ আর এই বিয়ের জন্যই চলে নানা প্ল্যানিং৷ কারণ সেটা ঠিক না হলেই তো সব ভেস্তে যাবে৷ এমনই এক বিয়েতে দেখা গেল অভিনব ব্যবস্থা৷
ভাইরাল ভিডিও
ভাইরাল ভিডিও
advertisement

আরও পড়ুন Viral! বিয়েবাড়িতে বেশি খাওয়ার জন্য যা করা হল অতিথির সঙ্গে...দেখুন

পাকিস্তানের হুঞ্জায় JCB গাড়িতে (JCB vehicle) করে বিয়ের মন্ডপে পৌঁছলেন পাত্র-পাত্রী৷ এই ধরনের গাড়ি সাধারণত শিল্পাঞ্চলে ব্যবহার করতে দেখা যায়৷ খুব সাধারণভাবে ময়লার গাড়ি হিসেবেও নজরে আসে এই JCB গাড়ি৷ তাই নবদম্পতিকে এভাবে এমন গাড়িতে দেখে সকলেই অবাক৷ তবে তারা খুব খুশিতে নাচতে নাচতেই গেলেন বিয়ের আসরে৷ আর তাদের এই উৎসাহ দেখেই মজা পেয়েছেন নেটিজেনরা৷ ভিডিওটি ভাইরাল (Viral Video)হয়েছে৷

advertisement

৪০ সেকেন্ডের ভিডিও-তে দেখা গিয়েছে যে, বিয়ের জমকালো পোশাকে পাত্র-পাত্রী৷ JCB-র সামনের দিকের যে জায়গাটা কোদালের মতো, যা দিয়ে মাল তোলা হয়, সেখানে দাঁড়িয়ে তারা৷ আবার তাদের জন্য রাখা হয়েছে বসার জন্য সোফা! আর সঙ্গে সাজানো হয়েছে ফুল দিয়ে৷ সেখানে তাঁরা দাঁড়িয়ে রয়েছেন৷ আর হাত তুলে নাচছেন৷ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সকলে হাততালি দিচ্ছেন, সঙ্গে ফাটছে বাজি (Wedding Video)৷

advertisement

আরও পড়ুন Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও

ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে৷ প্রায় আড়াই হাজার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে ভিডিওটি৷ লাইকের বন্যা সঙ্গে নানাবিধ মজার কমেন্টও এসেছে৷ কারণ এভাবে বিয়ের মন্ডপে যাওয়ার কথা কেউ কখনও ভাবেননি বলেই জানাচ্ছেন নেটিজেনরা৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল