TRENDING:

Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে

Last Updated:

ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে৷ প্রায় আড়াই হাজার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে ভিডিওটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: বিয়ে নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকে৷ বহু ক্ষেত্রেই বিয়ের বিশাল আয়োজন করে থাকেন সকলে (Marriage Video)৷ অবশ্যই যার যেমন সামর্থ৷ তবে ধুমধাম বিয়ের রীতি সর্বত্রই৷ যার যেমন ক্ষমতা, তার থেকে কিছুটা বেশিই যেন থাকে বিয়ের আয়োজন৷ আর এই বিয়ের জন্যই চলে নানা প্ল্যানিং৷ কারণ সেটা ঠিক না হলেই তো সব ভেস্তে যাবে৷ এমনই এক বিয়েতে দেখা গেল অভিনব ব্যবস্থা৷
ভাইরাল ভিডিও
ভাইরাল ভিডিও
advertisement

আরও পড়ুন Viral! বিয়েবাড়িতে বেশি খাওয়ার জন্য যা করা হল অতিথির সঙ্গে...দেখুন

পাকিস্তানের হুঞ্জায় JCB গাড়িতে (JCB vehicle) করে বিয়ের মন্ডপে পৌঁছলেন পাত্র-পাত্রী৷ এই ধরনের গাড়ি সাধারণত শিল্পাঞ্চলে ব্যবহার করতে দেখা যায়৷ খুব সাধারণভাবে ময়লার গাড়ি হিসেবেও নজরে আসে এই JCB গাড়ি৷ তাই নবদম্পতিকে এভাবে এমন গাড়িতে দেখে সকলেই অবাক৷ তবে তারা খুব খুশিতে নাচতে নাচতেই গেলেন বিয়ের আসরে৷ আর তাদের এই উৎসাহ দেখেই মজা পেয়েছেন নেটিজেনরা৷ ভিডিওটি ভাইরাল (Viral Video)হয়েছে৷

advertisement

৪০ সেকেন্ডের ভিডিও-তে দেখা গিয়েছে যে, বিয়ের জমকালো পোশাকে পাত্র-পাত্রী৷ JCB-র সামনের দিকের যে জায়গাটা কোদালের মতো, যা দিয়ে মাল তোলা হয়, সেখানে দাঁড়িয়ে তারা৷ আবার তাদের জন্য রাখা হয়েছে বসার জন্য সোফা! আর সঙ্গে সাজানো হয়েছে ফুল দিয়ে৷ সেখানে তাঁরা দাঁড়িয়ে রয়েছেন৷ আর হাত তুলে নাচছেন৷ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সকলে হাততালি দিচ্ছেন, সঙ্গে ফাটছে বাজি (Wedding Video)৷

advertisement

আরও পড়ুন Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে৷ প্রায় আড়াই হাজার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে ভিডিওটি৷ লাইকের বন্যা সঙ্গে নানাবিধ মজার কমেন্টও এসেছে৷ কারণ এভাবে বিয়ের মন্ডপে যাওয়ার কথা কেউ কখনও ভাবেননি বলেই জানাচ্ছেন নেটিজেনরা৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল