একদিকে যখন পুষ্পার বিভিন্ন গানের উপর তৈরি রিল ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তখন এই রিলগুলিকে টক্কর দিচ্ছে গুরু রনধাওয়ার এই গান। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি রিল বানানোর ক্ষেত্রে বাদ যায়নি বলিউডের গায়ক- গায়িকারাও। এবার এমনই একটি রিল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে মা ও ছেলেকে ডান্স মেরি রানির হুক স্টেপ ফলো করতে দেখা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন - Nora Fatehi: নোরা ফাতেহির ডান্স মেরি রানি গানে নেচে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে তিন বিদেশি!
@Lohitha Ravikiran নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয় সম্প্রতি। এর আগেও এই অ্যাকাউন্ট থেকে এমন অনেক ভিডিয়ো পোস্ট করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছে। ডান্স মেরি রানিতে একটি সবুজ শাড়িতে ছেলে কিষাণের সঙ্গে লোহিতাকে নাচ করতে দেখা যায়। ভিডিওটি বর্তমানে ১২.৯ মিলিয়ন ভিউ ও ৭.৮ লাখ লাইক পেয়েছে।
অনেকেই এই বয়সে লোহিতার নাচকে প্রশংসা জানিয়েছেন। অনেকে তাঁর স্টেপেরও প্রশংসা করেছেন।
এর আগে এই মা- ছেলে জুটি ভাইরাল হয়েছিল S. S. Rajamouli-র আপকামিং অ্যাকশন সিনেমা RRR-এর গান নাটু নাটু-তে নেচে।
প্রসঙ্গত, নোরা ফতেহির বিভিন্ন ধরনের গান নিয়ে ইনস্টাগ্রামে অনেকেই বিভিন্ন ধরনের রিল তৈরি করেন। রিল তৈরি করার ক্ষেত্রে নোরা ফতেহির জনপ্রিয় গানের চাহিদা সবসময় তুঙ্গে থাকে। সম্প্রতি আরও একবার ভাইরাল হওয়া ভিডিও সেটি আবার প্রমাণ করল।
