ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মারধর করছে চারজন মহিলা ৷ লাথি, থাপ্পড়- কিছুই মারতে বাকি রাখেনি তারা ৷ ভিডিওতে দেখা গিয়েছে ওই মহিলা পিৎজা ডেলিভারি কর্মী বারবার অনুরোধ করা সত্ত্বেও তাকে মেরেই চলেছে ওই চার মহিলার দল ৷ যন্ত্রণায় চিৎকার করছেন, হাতজোড় করে অনুরোধ করছেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ৷ কিন্তু কে কার কথা শোনে ৷ মহিলা কর্মীকে রাস্তায় মারধর করেই গিয়েছে ওই মহিলার দল ৷
advertisement
আরও পড়ুন-মঙ্গলের গোচর! দারুন সাফল্য আসতে চলেছে এই চার রাশির মানুষের জীবনে
যন্ত্রণায় কাতরাতে থাকা ওই পিৎজা ডেলিভারি সংস্থার মহিলা কর্মচারীকে বলতে শোনা যায় যে তিনি গিয়ে পুলিশে অভিযোগ করবেন। এরপরে ওই চার মহিলা উত্তর দেয়, ‘যাও গিয়ে অভিযোগ করো’। মেয়েটি শেষ পর্যন্ত পাশের একটি বাড়িতে লুকিয়ে পড়ে কোনওমতে নিজের প্রাণ বাঁচায় বলে জানা গিয়েছে ৷