প্রজাতি? এই শব্দটায় এসে ঠেকে গেলে সত্যের অপলাপ না করে জানিয়ে দিতেই হয় যে এরা আমাদের দ্বিপদী খুদে নয়। এরা চতুষ্পদ, শ্রেণিবলতে সারমেয়। তাদেরই নানা প্রজাতি ভিড় করে এক বাড়ির গালচের ওপরে বসে উসখুস করছে স্কুল বাসের জন্য। এই ভিডিও এখন নেটদুনিয়ায় জটায়ুর ভাষায় 'হট কচুরি'!
আরও পড়ুন: ছোলে ভাটুরে-নটরাজের চাট-ককটেল! রিচা-আলির বিয়েতে অদ্ভুত সব খাবার
advertisement
হবে না-ই বা কেন! সারমেয়দের নিয়ে যে সব ভিডিও সাধারণত ভাইরাল হয়, সেখানে আমরা তাদের লাফঝাঁপ, রাস্তা দিয়ে সাঁইসাঁই করে গাড়ি চালিয়ে যাওয়া, প্রভুভক্তি- এর বাইরে বড় কিছু একটা তো আর দেখি না। কিন্তু এই ভিডিও একেবারে তাদের নিজস্ব, তাদের কথা বলে। ফলে পোষ্যপ্রেম থাক আর না-ই থাক, ভিডিও সোশ্যাল মিডিয়ার ইউজারদের মধ্যে জনপ্রিয় হতে দেরি হয়নি।
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার পদে বিপুল নিয়োগ, দারুণ সুযোগ জানুন
ভিডিওটি ট্যুইটারে আপলোড করা হয়েছে বিটেঞ্জবিডেন নামের এক প্রোফাইল থেকে, জানা যাচ্ছে যে ইউজারের আইজি হল ভিক্টোরিয়াডিডবলু৬১০৯। তিনি এই ভিডিও আপলোড করে সঙ্গে লিখে দিয়েছেন- 'ডগ স্কুল বাসের অপেক্ষায়'! আমাদের খুদেদের যেভাবে লাইনে দাঁড় করানো হয়, এখানে সেই নিয়ম মানা হয়েছে। গোটা নয়েক চতুষ্পদের মধ্যে একেবারপে সামনের সারিতে আছে অপেক্ষাকৃত ছোট আয়তনের প্রজাতি, পরের দিকে বড়সড় চেহারা যারা- সবাই বেশ আহ্লাদেই শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে।
এখনও পর্যন্ত এই ভিডিওর ভিউ ২.২ মিলিয়ন, ৭১ হাজার লাইক পড়েছে এতে, ৬৫০০ ইউজার এটা রিট্যুইট করেছেন। সারমেয়প্রেম এর মূল কারণ হতেও পারে, তবে এই ভিডিও থেকে আমাদের কিছু শেখার আছে বইকি। নিজেদেরও শেখার আছে, আছে বাড়ির ছোটদেরও শেখানোরও- লাইনে কীভাবে ঠেলাঠেলি না করে শান্ত হয়ে থাকতে হয়, এখনও কি আমরা শিখব না?