কী রয়েছে এই ভিডিওতে? দেখা যাচ্ছে হাড়ের ডাক্তার মুরাট একের পর এক কুকুরকে হাত দিয়ে জাপটে ধরে মট মট করে ঘুরিয়ে দিচ্ছেন। আর কুকুরগুলি অবাক হয়ে মুরাটের দিকে তাকিয়ে বসে রয়েছে। খানিক বাদে বুঝতে পারা যাচ্ছে, আসলে কুকুরদের কায়রোপ্র্যাকটরের কাজ করছেন মুরাট।
আরও পড়ুন: ‘জওয়ান’ করার জন্য শাহরুখ কত পয়সা নিলেন? টাকার অঙ্কটা নাকি ১০০ কোটি! রয়েছে আরও হিসেব
advertisement
এককথায় হাড়ের ডাক্তার। সার্ভাইকাল বিভিন্ন সমস্যায় মানুষের মতো ভোগে কুকুর-বিড়াল-সহ সমস্ত জীবজন্তু। কারও ঘাড়ে চোট, কারও কোমরে চোট, কারও আবার মেরুদণ্ড। কায়রোপ্র্যাকটরদের কাজ হাড়ের এই স্থানচ্যুতিকে হাতের কারসাজিতে নিমেষে ঠিক করে দেয়।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ‘বুড়ি’ জীবিত মুরগিকে চেনেন? নাম পিনাট; টিভি দেখে-দই খায়! ওর কাণ্ড জানলে চমকে যাবেন
ভিডিওতেও তেমনই দেখা গিয়েছে। জার্মানির কায়রোপ্র্যাকটর মুরাটের কাণ্ড কারখানা দেখে চমকে উঠছেন নেটিজেন। দেখা যাচ্ছে, ঘাড়-কোমর-মেরুদণ্ড-হাত-পায়ের হাড়ের স্থান থেকে বিচ্যুতি মট মট শব্দে ঠিক করে দিচ্ছেন মুরাট। আর নিমেষের মধ্যে যেন ব্যথা-বেদনাকে ভুলে গিয়ে নতুন প্রাণ ফিরছে কুকুর-বিড়ালগুলির।
