বিয়ের আসরেই বর-কনের রাগারাগি। ভিডিওতে দেখা গিয়েছে, স্টেজের উপর সেজেগুজে দাঁড়িয়ে রয়েছেন বর-বউ। সেখানেই দাঁড়িয়েই পালন করছেন কোনও রীতি। বউয়ের হাতে মিষ্টি দেওয়া হয়, বরকে খাওয়ানোর জন্য। ভিডিওতে ধরা পড়েছে, বউ যেই মিষ্টি নিয়ে বরকে খাওয়ানোর জন্য হাত এগোয়, সঙ্গে সঙ্গে তাঁর হাতটি ধরে ফেলেন বর। আর হাত আটকে দিতেই বউ রেগে বোমা। বরের মাথার উপর দিয়ে ছুড়ে ফেলে দেন মিষ্টি। আর সেই দৃশ্য দেখে হতভম্ভ হয়ে যান উপস্থিত সকলেই।
আরও পড়ুন: বিয়ে বলে কথা, বরের সাজ দেখে চোখ কপালে কনের! তুমুল ভাইরাল ভিডিও...
আরও পড়ুন: একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে। নেটিজেনের প্রশ্ন, কেন এমন খেপে গেলেন নতুন বউ? যদিও তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে বিয়ের দিনেই বউয়ের এমন রাগ দেখে অনেকেই বিয়ে না করার পরামর্শ দিয়েছেন কমেন্টে। হায়দরাবাদি কমেডি নামক ইনস্টাগ্রামের একটি পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্ট হওয়ার পর থেকে প্রচুর লাইক ও ভিউজ পেয়েছে ভিডিওটি।