ইনস্টাগ্রামে মেক-আপ আর্টিস্ট মিস তনু অরোরা এই ভিডিও শেয়ার করেছেন (Viral Video)। ভিডিওটি নিমেষে নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ইউজারদের (Viral Video)। সেখানে দেখা গিয়েছে, বিয়ের সাজের সময় নতুন বউ চেয়ারে বসে রয়েছেন। লেহেঙ্গার ব্লাউজ ও নীচে জিন্স পরেই খেতে শুরু করেছেন তিনি। মেক-আপ বন্ধ রেখে ম্যাগি খেতে ব্যস্ত কনে। ভিডিওটিতে শোনা যাচ্ছে, তাঁকে জিজ্ঞেস করা হচ্ছে, কী হয়েছে? কনের জবাব, খিদে পেয়েছে। এর পরই চামচে ম্যাগি তুলে নিয়ে কনের উত্তর, 'বর অপেক্ষা করবে'। অর্থাৎ, বোঝাই যাচ্ছে, বাইরে বর এসে গিয়েছেন বিয়ের আসরে।
আরও পড়ুন: বিয়ে বলে কথা, বরের সাজ দেখে চোখ কপালে কনের! তুমুল ভাইরাল ভিডিও...
আরও পড়ুন: একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও
কনেকে এর পর জিজ্ঞেস করা হয়, বর কতক্ষণ অপেক্ষা করবে? তিনি বলেন, 'এক আধ ঘণ্টা। দুইও হতে পারে।' সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে। নেটিজেনের একাংশ দারুণ প্রশংসা করেছেন কনেকে, অনেকেই আবার রীতি ভাঙা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শাদিওয়ালি ম্যাগি খাওয়া নিয়ে দারুণ নজর কেড়েছে ভিডিওটি। অনেকেই নিজেদের ম্যাগি খাওয়ার নানা অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।