TRENDING:

Viral Video : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের

Last Updated:

Viral Video :ট্যুইটারে ভিডিও আপলোড করেছেন সৈয়দ শ্লিট শাহ৷ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকেও ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৩৬ সেকেন্ডের ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কাশ্মীরিকে৷ সদ্য শেখা ইংরেজি তিনি বলছেন৷ তাঁর এই প্রয়াসের ভিডিও বাজিমাত করেছে ইন্টারনেটে৷ ট্যুইটারে ভিডিও আপলোড করেছেন সৈয়দ শ্লিট শাহ৷ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকেও ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ (Viral video of an old Kashmiri lady speaking ecenle learned English rocks internet)
advertisement

ভিডিওতে দেখ যাচ্ছে এক তরুণ কাশ্মীরিতে কিছু ফল, সব্জি ও পশুপ্রাণীর নাম বলছেন৷ জানতে চাইছেন তার ইংরেজি প্রতিশব্দ৷ উত্তরে কাশ্মীরি পোশাক পরিহিতা ওই বৃদ্ধা উত্তর দিচ্ছেন৷

তবে উত্তরের প্রথমেই হোঁচট খান বৃদ্ধা৷ ভুলে যান ‘বিড়াল’-কে ইংরেজিতে কী বলে৷ তার পর অবশ্য তিনি বলেন ‘ক্যাট’৷ কাশ্মীরি টান ঘেঁষা তাঁর উচ্চারণ মন জয় করেছে নেটিজেনদের৷

advertisement

advertisement

আরও পড়ুন : শুধু উপভোগ্যই নয়, প্রিয়জনের সঙ্গে একই শয্যায় সুনিদ্রার সুফলও বহু

আরও পড়ুন : আপনার স্কুলপড়ুয়া সন্তান কি মাঝে মাঝেই রাতে বিছানা ভিজিয়ে ফেলে? জানুন এই সমস্যার কারণ

বৃদ্ধা একে একে মনে করে বলেন পেঁয়াজ, আপেল, রসুন এবং কুকুরের ইংরেজি প্রতিশব্দ৷ তাঁর উচ্চারণের টান বা তথাকথিত ‘অ্যাকসেন্ট’ জয় করেছেন নেটিজেনদের মন৷ ওই বৃদ্ধা কোথায় এই ভিডিওতে কথা বলছেন, জানা যায়নি৷ তবে তাঁর সঙ্গে যে তরুণ আছেন, তাঁর কথার টান শুনে নেটিজেনদের ধারণা, এই ভিডিও উপত্যকার কোনও প্রত্যন্ত গ্রামের৷ ট্যুইটারেত্তিরা সে কথাও জানিয়েওছেন কমেন্টে৷

advertisement

আরও পড়ুন :  উপুর হয়ে ঘুমনোর অভ্যাস? জানেন কি এর ফলে মৃত্যুও হতে পারে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বৃদ্ধার এই প্রত্যয় ও প্রচেষ্টাকে কুর্নিশ জনিয়েছেন নেটিজেনরা৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল