সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। ৬ জনের জায়গায় চালক বাদে আরও ২৭ জন বসে রয়েছেন একটি অটোর ভিতর? ভিডিওতে েদখা গিয়েছে, বয়স্ক ও বাচ্চা মিলিয়ে মোট ২৬ জন ছিলেন সেই অটোতে। একেবারে চিঁড়েচ্যাপ্টা অবস্থায় ভিতরে বসেছিলেন প্রত্যেকে। পুলিশ ওই অটোকে আটকানোর পর, সেখানে দাঁড়ানো এক পথচারী মোবাইলে এই ঘটনার ভিডিও করেছেন।
advertisement
আরও পড়ুন: ভারত সঞ্চার নিগম লিমিটেডের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জানুন
ফতেপুরের বিন্ডকি কোতওয়ালি এলাকায় ওই দ্রুত গতিতে ছুটে চলা অটোটিকে আটকায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত গতির জন্যই জনবহুল রাস্তায় অটোটিকে দাঁড় করান পুলিশকর্মী। তিনি অটোর ভিতরে থাকা যাত্রীদের বেরিয়ে আসতে বলেন। তখনই এক এক করে ২৬ জনকে বেরিয়ে আসতে দেখে হতবাক হয়ে যান তিনি। দু'ডজন যাত্রী কীভাবে একটি অটোর ভিতর বসে রয়েছেন, তা এখনও বুঝতে পারছেন না কেউই।
আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদির ঘোষণা, শনিবার ভারতে জাতীয় শোক!
কয়েকদিন আগে একটি অটোর ছাদে ফুলের বাগানের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। চালকের এমন সৃষ্টিশীলতা দেখে অবাক হয়েছিলেন নেটপাড়ার বাসিন্দারা। গরমের তাপ থেকে বাঁচার জন্যই এমন অটোর ছাদে বাগানের পরিকল্পনা করেছিলেন চালক মহেন্দ্র কুমার।