আরও পড়ুন- গরমে ভিড় ঠাসা লোকাল ট্রেনে সফর করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী? নিমেষে ভাইরাল ভিডিও
“আমি অদ্ভুত কিছু একটাতে হোঁচট খেয়েছি,” ভিডিওতে বলতে শোনা যায় অ্যালেক্সকে। “এমন একটা জিনিস যা দেখে লোকজন এলিয়েন (aliens) বলে দাবি করতেই পারে,” বলেন তিনি। অ্যালেক্স তারপর প্রাণীটিকে ক্যামেরাতে ভালো করে দেখান। মাছি ভনভন করছে প্রাণীটির দেহে। অ্যালেক্স আরও জানিয়েছেন, এমন অদ্ভুত দেখতে প্রাণী তিনি জীবনে দেখেননি। ভিডিওতে প্রাণীটিকে (Viral Video of Mysterious Creature) ‘অন্য বিশ্বের’ বলেও অভিহিত করেছেন অ্যালেক্স।
অনেকেই পোস্টটিতে মন্তব্য করে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ট্যাগ করেছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ আরউইনের মেয়ে বিন্দিকেও ট্যাগ করে এই প্রাণীটি তাঁদের মতামত সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে৷ কয়েকজন মন্তব্য করেছেন প্রাণীটি (Viral Video of Mysterious Creature) খানিক অস্ট্রেলিয়ার ওয়ালাবির মতো।
আরও পড়ুন- কলেজে পড়াতেন ইংরেজি, এখন চালাচ্ছেন অটো! ৭৪ বছরের বৃদ্ধের কাহিনিতে অবাক নেটিজেনরা
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এর আগেও অদ্ভুত প্রাণীদের দেখা মিলেছে। গত মাসেই সিডনির ওয়ারিউড বিচে এক উদ্ভট প্রাণী আবিষ্কৃত হয়েছিল। স্থানীয়রা ঘিলুর মতো প্রাণীটিকে দেখে হতবাক হয়ে যান। পরে সামুদ্রিক অ্যানিমোন হিসাবে চিহ্নিত করা হয় ওই প্রাণীকে।
২০২০ সালের জুলাইয়ে পরিবেশ সংরক্ষণ সংস্থা SCF অস্ট্রেলিয়া ফেসবুকে একটি স্বচ্ছ জেলিফিশের ছবি পোস্ট করে নেটিজেনদের এটি শনাক্ত করতে বলে। পরে এটিকে এক ধরনের নুডিব্র্যাঞ্চ বা সমুদ্র স্লাগ হিসাবে চিহ্নিত করেন তাঁরা।