TRENDING:

Viral Video: ট্রেনচালক কচুরি খাবেন বলে প্রতিদিন আস্ত একটা ট্রেন দাঁড় করান! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অলওয়ার: প্রতিদিন সকালে রেলওয়ে ক্রসিংয়ে কয়েক সেকেন্ডের জন্য যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে পড়ে। এক ব্যক্তি ক্রসিংয়ের সামনেই একটি প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকেন। ট্রেনটি এসে দাঁড়ালেই ইঞ্জিনের কাছে গিয়ে লোকো পাইলটের হাতে সেই প্যাকেটটি তুলে দেন। এর পর হর্ন বাজিয়ে ফের সেই ট্রেন চলে যায়। কিন্তু কেন এই ভাবে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে? লোকটি প্যাকেটে করেই বা কী দিয়ে আসেন? সম্প্রতি রাজস্থানের অলওয়ারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
Viral Video
Viral Video
advertisement

জানা গিয়েছে, অলওয়ারের একটি বিশেষ দোকানের খাস্তা কচুরি দারুণ পছন্দ ওই লোকো পাইলটের। তাই সেই কচুরি নেওয়ার জন্য ক্রসিংয়ে প্রতিদিন সকালে কয়েক মুহূর্তের জন্য ট্রেন দাঁড় করান তিনি। অলওয়ারের দাউদপুরের ক্রসিংয়ে প্রতিদিন সকালেই নাকি এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অবাক নেটিজেনরা (Viral Video)। এমনও হয় নাকি? কচুরি কেনার জন্য আস্ত ট্রেন দাঁড় করিয়ে দেন লোকো পাইলট?

advertisement

আরও পড়ুন: বাবার বিয়ে দেখলেন শাক্য-আকিরা, শিবানির সঙ্গে বিয়েতে জমিয়ে নাচ ফারহানের দুই মেয়ের

আরও পড়ুন: মুক্তির আগে বড় বিতর্কে 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি', ছবির নাম বদলের 'সুপ্রিম' পরামর্শ

জানা গিয়েছে, প্রতিদিন ওই ক্রসিংয়ে সকাল ৮টা নাগাদ গেটগুলি নামানো হয়। যাতে ট্রেনচালকের কাছে সেই কচুরির প্যাকেট পৌঁছে দেওয়া যায়। রেলের এক কর্মীকে সেখানে দায়িত্ব দেওয়া রয়েছে, কচুরি কিনে ট্রেনচালকের হাতে প্যাকেট পৌঁছে দেওয়ার। এবং সেই কাজ তিনি নিয়মিত করেন। ফলে অকারণ বহু মানুষকে বেশ কিছুটা সময় অপচয় করতে হয় কচুরিপ্রীতির কারণে। এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হতেই ট্রেনচালকের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জানা গিয়েছে, জয়পুরের ডিভিশনাল রেল ম্যানেজার নরেন্দ্র কুমার ইতিমধ্যেই পাঁচজনকে সাসপেন্ড করেছেন। দুই লোকো পাইলট, দুই গেটম্যান ও এক নির্দেশককে সাসপেন্ড করা হয়েছে। অলওয়ারের স্টেশন সুপারিনটেনডেন্ট আর এল মীনাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এভাবে কোনও ট্রেনচালক ট্রেন দাঁড় করাতে পারেন না বলেই মত তাঁর। তাও আবার কচুরি কেনার জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ট্রেনচালক কচুরি খাবেন বলে প্রতিদিন আস্ত একটা ট্রেন দাঁড় করান! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল