SC on Gangubai Kathiawadi: মুক্তির আগে বড় বিতর্কে 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি', ছবির নাম বদলের 'সুপ্রিম' পরামর্শ

Last Updated:

ফের একবার নিজের ছবির নাম বদল করতে হতে পারে সঞ্জয় লীলা বনশালীকে (SC on Gangubai Kathiawadi)।

SC on Gangubai Kathiawadi
SC on Gangubai Kathiawadi
#মুম্বই: মুক্তির দু'দিন আগে বড় বিতর্কে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত আলিয়া ভাটের 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' (SC on Gangubai Kathiawadi)। ফের একবার নিজের ছবির নাম বদল করতে হতে পারে সঞ্জয় লীলা বনশালীকে (SC on Gangubai Kathiawadi)। বুধবার সুপ্রিম কোর্ট পরিচালককে ছবির নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছে। ছবির নাম 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি', মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি, বড় পর্দায়। সুপ্রিম কোর্টে গঙ্গুবাঈয়ের মুক্তি আটকাতে একাধিক মামলা হয়েছে। এদিন সেই মামলার শুনানিতেই ছবির নাম পরিবর্তনের পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের (SC on Gangubai Kathiawadi)।
মামলার আবেদনকারী গঙ্গুবাইয়ের দত্তক পুত্র বাবু রাওজি শাহ ছবিটির নাম-সহ বেশ কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়ে ছবিটির মুক্তি বন্ধ করার আবেদন করেছেন। এছাড়াও একাধিক মামলা হয়েছে বিগত এক বছর ধরে দেশের বিভিন্ন আদালতে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। বনশালী প্রযোজনা সংস্থার আইনজীবী সিদ্ধার্থ দাভে আদালতকে জানিয়েছেন, তিনি তাঁর মক্কেলকে আদালতের নির্দেশ নিয়ে কথা বলবেন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: দুয়ারে সরকার-এর অভূতপূর্ব রেকর্ড, চলতি বছরের দ্বিতীয় দফা শুরু কবে?
হুসেন জাইদির লেখা বই 'মাফিয়া কুইন্স অফ মুম্বই' থেকে 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবিটির গল্প নেওয়া হয়েছে। বাবু রাওজি শাহের দাবি, এই ছবিটি তাঁর মায়ের সম্মান নষ্ট করবে। বম্বে হাইকোর্টের ছবি মুক্তি না আটকানোর নির্দেশকেও তিনি চ্যালেঞ্জ করেছেন। মামলা করেছেন সুপ্রিম কোর্টে। এছাড়াও সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে বিধায়ক আমিন পটেল ও কামাথিপুরার বাসিন্দা শ্রদ্ধা সার্ভেও মামলা করেছেন।
advertisement
যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ফের সঞ্জয় লীলা বনশালীকে এই ছবির নাম পাল্টাতে হয়, তবে এটি হবে তাঁর কেরিয়ারের তৃতীয় ছবি। এর আগে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত গোলিও কি রাসলীলা রামলীলা ও পদ্মাবতেরও নাম পরিবর্তন করা হয়েছিল। কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিনেমা হলে ছবির প্রচারে এসেছিলেন আলিয়া। প্রেক্ষাগৃহের ব্যালকনি থেকে গঙ্গুবাই স্টাইলে কলকাতাবাসীকে হাতজোর করে প্রণামও করেন তিনি। বলেন, 'আমার ভালোবাসা আপনাদের সকলকে। ভালো থেকো কলকাতা।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
SC on Gangubai Kathiawadi: মুক্তির আগে বড় বিতর্কে 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি', ছবির নাম বদলের 'সুপ্রিম' পরামর্শ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement