কয়েকজন বাসিন্দা হুইস্কিকে অগস্ট ক্রান্তি ময়দানে খুঁজে পান। সাতদিন ধরে খোঁজাখুঁজির পর উইলসন কলেজের সামনে পাওয়া যায় কুকুরটিকে। তার পর হুইস্কিকে ঘরে ফেরানোর জন্য যা কাণ্ড করলেন সেখানকার বাসিন্দারা সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হুইস্কিকে এতদিন পর দেখতে পেয়ে গোটা এলাকা চিৎকার করে তাকে স্বাগত জানায়। তাকে দাঁড় করিয়ে আরতি করা হয় সামনে।
advertisement
আরও পড়ুন: ফারহান-শিবানির রিসেপশনে হাজির গৌরী-আরিয়ান-সুহানা, দেখা মিলল না শাহরুখের!
সোশ্যাল মিডিয়ায় হুইস্কির ঘর ওয়াপসির এমন মন ভালো কার ভিডিও ভাইরাল হয়েছে (Viral Video)। জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি আচমকাই হারিয়ে গিয়েছিল হুইস্কি। পরে ১৫ ফেব্রুয়ারি উইলসন কলেজের সামনে থেকে খুঁজে পাওয়া যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় 'ফাইন্ডিং হুইস্কি' নামের ক্যাম্পেনও চালিয়েছিলেন অনেকে। অবশেষে হুইস্কিকে খুঁজে পাওয়া যায় সাতদিন পর।
হুইস্কির সঙ্গে এতই টান রয়েছে ওই এলাকার বাসিন্দাদের যে, তাকে হারানোয় মন খারাপ হয়েছিল তাঁদের। সে ফিরতেই তাকে খাবার দিয়ে, আদর-যত্নে ভরিয়ে দিয়েছেন বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় পথকুকুরকে নিয়ে এমন মন ভালো করা ভিডিও চোখে জল এনে দিয়েছে অনেকের।