এমনই এক প্রিওয়েডিং ফটোশ্যুটের ভিডিও-তে (Pre Wedding Photoshoot Video) দেখতে পাওয়া গিয়েছে এক জুটির কীর্তি না নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার ৷ এখনকার বিয়ের ক্ষেত্রেও অনেক কিছু সংযুক্ত হয়েছে ৷ বিয়ের আগে ফটোশ্যুট, সঙ্গীত, মেহেন্দি, ছাড়া আর যা যা আগে ছিল তা আছেই ৷ যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সার্কাস ছাড়া আর কিছুই নয় ৷ এখানে বরের অবস্থা খারাপ হয়েছে শুধু তাই নয় তাঁর সঙ্গে সঙ্গে চিত্রগ্রাহকেও অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে ৷
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটি কোনও মন্দিরে শ্যুট করা হয়েছে ৷ হবু বরকনে ছবি তুলতে পৌঁছেছেন ৷ এই ছবিতে হবু বর এক আলাদা পোজে রয়েছেন যেখানে বউ সোজা হয়ে দাঁড়িয়ে আছেন বর সেখানে উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ মাথা নিচের দিকে করে বা পা উপরের দিকে করে রেখেছেন যা দেখে সাধারণ মানুষ অত্যন্ত মজা পেয়েছেন ৷ এক্কেপারে উল্টে আছেন হবু বর ৷ হবু স্ত্রী হবু বরের সামনে দাঁড়িয়ে নাচছেন এই ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
দক্ষিণ ভারতীয় এই জুটির প্রি ওয়েডিং ভিডিও শ্যুট বর্তমানে কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া ৷ টল ড্রিম (Tall_Dream) নামক এক ইউজার তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করেছেন ৷ প্রায় ৯ হাজারেরও বেশি মানুষ ভিডিওটিকে লাইক করেছেন ৷