গ্রামবাসীরা বছরের পর বছর ধরে এটি দেখছে, তবুও আগ্রহ কমেনি। যারাই এর কাছ দিয়ে যায় কিছু সময়ের জন্য দাঁড়ায়। গাছটির দিকে তাকায়। আর মনে মনে বলে প্রকৃতির কী খেলা। এলাকায় নতুন কোনও আগন্তুক আসলে তো কথাই নেই। কেউ ব্যস্ত হয়ে পড়ে ছবি তোলায়, কেউ এর সম্পর্কে খোঁজ খবর নেওয়ায়। স্থানীয়রা জানান, গাছটিকে কবে লাগিয়েছিলেন, তা কেউ জানেন না। তবে এলাকায় ওই গাছ কেউ নিজে উদ্যোগ নিয়ে বসাননি এমনিতেই প্রকৃতির নিয়মে বড় হয়েছে বলেই মনে করেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: মাঠে গরু বাঁধতে গিয়ে একী ঘটল! দিনের আলোয় ধেয়ে এল দানব! ভয়াবহ
তবে এই ধরনের একটি তাল গাছে সাতটি মাথা কোন অলৌকিক ঘটনা নয়। এমনটি হতেও পারে বলে জানালেন উদ্ভিদ বিশেষজ্ঞ রঞ্জিত মুখার্জি জানান, ‘এটি একটি জেনিটিক সমস্যা। হরমোন জনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা প্রশাখা হতে পারে। তবে সেটা হয় খুবই কম।” সব মিলিয়ে গ্রামে অদ্ভুত এই ধরনের তালগাছ দেখা মেলায় তা নিয়ে কিছুটা গর্ব বোধও করেন এলাকার মানুষ।
জুলফিকার মোল্যা