সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ধুতি ও সাদা জামা পরে একটি দোকানে চা খেতে এসেন। একেবারেই সাদামাটা পোশাক। মাটির ভাঁড়ে তাঁকে চা দিয়েছন দোকানদার। দিব্য তিনি চা খেতে যাবেন। এমন সময় হঠাৎ করেই তাঁর বুক পকেটে আগুন জ্বলে ওঠে। যা দেখে ভয় পেয়ে যান ওই ব্যক্তি। তিনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়েন। পকেট থেকে বের করার চেষ্টা করেন মোবাইল। কিন্তু ততক্ষণে তাঁর জামায় আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে। যা দেখে ভয় পেয়ে যান সেখানে উপস্থিত দোকানদারও। তিনি দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কোনও মতে ফোন বের করে নেভানো হয় আগুন। তবে ফোনটি না বের করা গেলে ঘটে যেত চরম সর্বনাশ।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থানে অনুব্রত! বাবার কাছে পড়েই সাফল্য! জানুন
এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন রাজ মাজি নামের এক ব্যক্তি। তিনি গোটা ঘটনা জানান সকলকে। জানা যায় ভিডিওটি তিরুবনন্তপুরমের। যা দেখে সকলে চমকে ওঠেন। এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল। বহু মানুষ জানতে চাইছেন কোন কোম্পানির মোবাইল ফোন ছিল? যদিও সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অসাবধানতা এবং অতিরিক্ত চার্জ দেওয়ার ফল বলেই ধরা হচ্ছে এই ঘটনা। ভিডিও দেখলে আপনিও শিউরে উঠবেন!