আসলে ছোটবেলা থেকেই কমিকের ভক্ত রিক স্কোলামিয়েরো (Rick Scolamiero)। বড় হয়েও তাঁর সেই টান যায়নি। বরং বেড়েছে সাহস। তাই তাঁর প্রিয় কমিক চরিত্রগুলিকে একেবারে নিজের কাছে টেনে নিয়েছেন। তাঁর গোটা শরীর ভরিয়ে ফেলেছেন প্রিয় কমিক চরিত্রগুলির ছবি দিয়ে। আর এমন ট্যাটু (Tattoo) করিয়ে ফেলেছেন তিনি নিজের শরীরে যে তা বিশ্ব রেকর্ডে উঠে গিয়েছে। এখনও পর্যন্ত, তিনি তার শরীরে ৩১টি কমিক চরিত্রের ছবি আঁকিয়েছেন। ইন্টারনেটে আপাতত রিকের নাম দেওয়া হয়েছে ‘মার্ভেল সুপারফ্যান’ (Marvel Superfan)।
advertisement
আরও পড়ুন- দুষ্টু ছেলেকে সিধে করতে আসরে নামল রোবোট বাহিনী, ভিডিও দেখে নেটদুনিয়ায় হাসির রোল!
৩৬ বছর বয়সী রিকের শরীরের বেশির ভাগ অংশেই এই সব প্রিয় কমিক চরিত্রগুলির ছবি উল্কি করে দেওয়া হয়েছে। এ গুলি করতে তাঁর প্রায় ৩৫০ ঘণ্টা সময় লেগেছিল বলে জানিয়েছেন রিক। ভালবাসার জন্য এমন কষ্টসাধ্য প্রয়াসেই অবশ্য আজ তিনি বিশ্বখ্যাত। নাম উঠেছে বিশ্ব রেকর্ডে। মার্ভেল কমিকস-এর সব থেকে বেশি চরিত্রের ছবি আঁকানোর ক্ষেত্রেও বিশেষ পরিচিতি পেয়েছেন রিক।
খুব খুঁটিয়ে দেখলে বোঝা যায়, রিকের বেশির ভাগ ট্যাটুই করা হয়েছে তাঁর পিঠে এবং পেটে। এই আঁকার কাজ শুরু হয়েছিল আজ থেকে ১০ বছর আগে, ২০১১ সালে। সে বার নিজের বাহুতে প্রথম স্পাইডারম্যানকে (Spiderman) এঁকেছিলেন রিক। তার পর থেকে আর থামেননি। একের পর এক ৩১টি ট্যাটু করিয়েছেন তিনি।
আরও পড়ুন-পা-কোমরে সমস্যা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে
রিক জানিয়েছেন প্রথমে তিনি শুধু হাতেই ট্যাটু করাতে চেয়েছিলেন। কিন্তু ক্রমশ লোভ বাড়তে থাকল। ক্রমশ ভরে গেল দুই বাহু। আরও বেশি চরিত্রকে জায়গা করে দিতে তিনি বেছে নিলেন নিজের গোটা শরীরটাই। ছোট থেকেই কমিকসের প্রতি আসক্ত ছিল রিক। কাগুজে পাতার চৌহদ্দি ছাড়িয়ে ক্যাপ্টেন আমেরিকা (Captain America), লোকি (Loki), থর (Thor)-সহ নানা চরিত্র এখন বাস রিকের হাতে, পায়ে, বুকে, পিঠে।