TRENDING:

Viral Video: সাপের কপালে চুমু খেলেন এক ব্যক্তি! তারপর যা হল, না দেখলে বিশ্বাস করতে পারবেন না!

Last Updated:

সাপের মুখেই চুমু খেয়ে এসেছেন মাইক। ভিডিওটিতে দেখা গিয়েছে জঙ্গলের ভিতর ফণা ধরে বসে রয়েছে কোবরাটি, পিছনে মাইক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানুষ কী করতে পারে, আর কী করতে পারে না! এই বিষয়ে সঠিক ধারণা বোধহয় তার নিজের কাছেও নেই।
সাপের কপালে চুমু খেলেন এক ব্যক্তি! তারপর যা হল, না দেখলে বিশ্বাস করতে পারবেন না!
সাপের কপালে চুমু খেলেন এক ব্যক্তি! তারপর যা হল, না দেখলে বিশ্বাস করতে পারবেন না!
advertisement

দুঃসাহস মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা ভাবলে শিউরে উঠতে হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সব রোমহর্ষক ঘটনা আজকাল ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এখন এটা একটা পেশা হয়ে গিয়েছে, কারণ এমন ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হচ্ছে, আর তার বিনিময়ে অর্থও রোজগার করা যাচ্ছে।

এমনই একজন দুঃসাহসি ব্যক্তি হলেন মাইক হলস্টন। তাঁর কাণ্ডকারখানা সারা বিশ্বের মানুষকে তাজ্জব করে। কখনও শ্বাপদ প্রাণীর একেবারে কাছে গিয়ে তার ছবি তুলে আনেন, তো কখনও বন্যপ্রাণীর সঙ্গে ভিডিও করেন। শুধু বিপজ্জনক প্রাণীদের সঙ্গে সময় কাটাতেই ভালবাসেন মাইক। এবার তিনি যা করলেন তাতে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছে মানুষের। তাঁর দুঃসাহস ঠিক কতখানি তা নিজেই বর্ণনা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন– বিশ্ব অর্থনীতিতে দৃঢ়চেতা ভারত! কোন মন্ত্রে আসছে সাফল্য, ব্যাখ্যা করবে Bullish On India

সম্প্রতি মাইকের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে একটি বিষধর সাপের বর্ণনা দিতে গিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ১০ হাজার কেজির একটি হাতিকে এক ছোবলে শেষ করে দেওয়ার মতো যথেষ্ট বিষ ধারণ করে এই সাপটি।

advertisement

আর সেই সাপের মুখেই চুমু খেয়ে এসেছেন মাইক। ভিডিওটিতে দেখা গিয়েছে জঙ্গলের ভিতর ফণা ধরে বসে রয়েছে কোবরাটি, পিছনে মাইক। প্রথম থেকেই সাপটির মুখ হাঁ করা। আচমকা সাপটির মাথায় চুমু খেয়ে বসেন মাইক। আর তারপরই হাঁ মুখ আরও খানিকটা ব্যাদান করে সাপ। কিন্তু সৌভাগ্যক্রমে সে পিছন ফেরেনি, ছোবল বসায়নি মাইকের কপালে। সেই আশঙ্কা ছিল ১০০ ভাগ।

advertisement

আরও পড়ুন-৩৯ জন স্ত্রী, ৮৯ সন্তান! কেন এমন কাণ্ড ঘটিয়েছিলেন মিজোরামের জিওনা চানা, জেনে নিন সত্য

এমন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটদুনিয়ার বাসিন্দাদের। তাঁরা ভিডিও-র কমেন্ট সেকশনে নান রকমের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘তুমিই টারজান’। কেউ লিখেছেন, ‘তোমার জন্য প্রার্থনা করার সময় হয়েছে, এই কাজ খুবই ঝুঁকির’।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত ১৩ অগাস্ট শেয়ার করা ভিডিওটি এখনও পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সাপের কপালে চুমু খেলেন এক ব্যক্তি! তারপর যা হল, না দেখলে বিশ্বাস করতে পারবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল