TRENDING:

Viral Video || Love Ride: দিনেদুপুরে মাঝরাস্তায় 'বাইকেই' দেদার Romance...! 'ভালোবাসায়' মত্ত দম্পতি! তোলপাড় নেটপাড়া

Last Updated:

Viral Video|| Love Ride: প্রতিবারের মতো এবারও ধুমধাম করে রঙের উৎসব পালন করতে দেখা গিয়েছে বিভিন্ন প্রান্তের মানুষকে। কিন্তু কিছু মানুষ নানা অদ্ভুত আচরণের কারণেই এবারও লাইমলাইটে এসে পড়েছেন। একই ঘটনা ঘটেছে রাজস্থানের এক দম্পতির সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল ভিডিও: সারা ভারত উৎসবে মেতেছিল হোলিতে। প্রতিবারের মতো এবারও ধুমধাম করে রঙের উৎসব পালন করতে দেখা গিয়েছে বিভিন্ন প্রান্তের মানুষকে। কিন্তু কিছু মানুষ নানা অদ্ভুত আচরণের কারণেই এবারও লাইমলাইটে এসে পড়েছেন। একই ঘটনা ঘটেছে রাজস্থানের এক দম্পতির সঙ্গে।
দিনেদুপুরে মাঝরাস্তায় 'বাইকেই' দেদার Romance...! 'ভালোবাসায়' মত্ত দম্পতি! তোলপাড় নেটপাড়া
দিনেদুপুরে মাঝরাস্তায় 'বাইকেই' দেদার Romance...! 'ভালোবাসায়' মত্ত দম্পতি! তোলপাড় নেটপাড়া
advertisement

ছত্তিশগড়ের সেই ঘটনা মনে পরে? যে ঘটনা একটা সময় সকলকে অবাক করে দিয়েছিল। যেখানে ছত্তিশগড়ের ভিলাইতে, এক দম্পতিকে বাইকে প্রেম করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় মহিলা বাইকের ট্যাঙ্কে বসে চালকের মুখোমুখি হয়ে ড্রাইভারকে অর্থাৎ প্রেমিককে জড়িয়ে ধরছিল। এবার একইরকম দৃশ্য দেখা গেল হোলিতেও।

আরও পড়ুন: ঘড়িতে ঘণ্টার কাঁটা ছোট আর Minute-এর কাঁটা বড় কেন? কারণটা কিন্তু দুর্দান্ত! আপনি জানেন তো?

advertisement

রাজস্থানের রাজধানী জয়পুরে, হোলির দিনে এমনই একটি ভিডিওতে এক দম্পতিকে পাগলের মতো রোম্যান্স করতে দেখা যায় বাইকেই। ভাইরাল ভিডিওতে দেখা যায় অন্য একটি বাইকে বসে কেউ ও দম্পতির ভিডিও রেকর্ড করেছে, যা মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ভবঘুরেদের চুল পড়ে না কেন...? তেলও লাগায় না, শ্যাম্পুও করে না! তবু মাথাভর্তি চুল কী করে! বিরাট রহস্য ফাঁস...

advertisement

ভিলাইয়ের সেই দম্পতির মতো, জয়পুরেও মেয়েটিকে ড্রাইভারের সামনে বসে থাকতে দেখা যায়। দুজনকে মুখোমুখি বসে একে অপরকে আলিঙ্গন করতেও দেখা যায় এই ভিডিওতে। দৃশ্য দেখে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে মানুষের মধ্যে। নেটিজেনদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন এই ধরনের মানুষ হোলির মতো পবিত্র উৎসবকে কলুষিত করছেন।

এই ভিডিওটি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করে, অশোক শর্মা নামে এক সাংবাদিক লিখেছেন - "জয়পুরের রাস্তায় প্রেমিক দম্পতির এই ভিডিও ভাইরাল হয়েছে, এবার এর জন্য পুলিশ কী ব্যবস্থা নেবে..?" ভিডিওতে ছেলেটিকে রয়্যাল এনফিল্ড বাইক চালাতে দেখা যাচ্ছে এবং মেয়েটি সামনে বসে তাকে জড়িয়ে ধরে আছেন। তার পাশে আরেকজন বাইকারও রয়েছেন যিনি সম্ভবত এই দম্পতির বন্ধু।

advertisement

আরও পড়ুন: প্রাণ ভরে, মনের সুখে চালান AC! শুধু মেনে চলুন এই কয়েকটি 'নিয়ম'! একটুও বাড়বে না বিদ্যুতের বিল...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ভিডিওটি ৯ হাজারের বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন- জয়পুরে এমন দৃশ্য দেখা সত্যিই দুর্ভাগ্যজনক। এই কাজগুলি রাজস্থানী সংস্কৃতিকেও দূষিত করে। এই মানুষগুলো রাজস্থানী হবে বলে মনে হয় না। অনেকে এই দম্পতিদের সমর্থনও করেছেন। একজন বললো- "এতে দোষ কি, এটা হোলি উৎসব, ওরা নিজেদের মতো করে উপভোগ করুক!"

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video || Love Ride: দিনেদুপুরে মাঝরাস্তায় 'বাইকেই' দেদার Romance...! 'ভালোবাসায়' মত্ত দম্পতি! তোলপাড় নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল