TRENDING:

Viral Video| Wedding Baraat|| ঘোড়ায় টানা বরের গাড়ি আচমকা জ্বলে উঠল দাউদাউ করে! ভয়াবহ সেই ভিডিও মুহূর্তে ভাইরাল...

Last Updated:

Viral Video Horse Carriage With Groom Catches Fire During Wedding baraat: সেজেগুজে সাজানো ঘোড়ার গাড়িতে চেপে পরিবারের সদস্যদের নিয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বর। তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইরাল ভিডিও: সেজেগুজে সাজানো ঘোড়ার গাড়িতে চেপে পরিবারের সদস্যদের নিয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বর। বরযাত্রী প্রায় বিয়েবাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বরের গাড়ির সামনে চলছিল দেদার নাচানাচি। একের পর এক আতসবাজির রোশনাইয়ে আলোকিত হচ্ছিল গোটা এলাকা। এমন সময়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই দাউ দাউ করে আগুন ধরে ফেল বরের গাড়িতে। ঘটনাটি ঘটেছে গুজরাতের পাঁচমহল (Gujarat’s Panchmahal) জেলায়।
ঘোড়ায় টানা বরের গাড়ি আচমকা জ্বলে উঠল দাউদাউ করে।
ঘোড়ায় টানা বরের গাড়ি আচমকা জ্বলে উঠল দাউদাউ করে।
advertisement

বর বিয়ে করতে যাওয়া বা বিয়ের যে কোনও মুহূর্তই সকলেই ক্যামেরাবন্দি করে রাখতে চান। সেরকমই বরের বিয়ে করতে যাওয়ার সেই সময়টাই অনেকেই ভিডিও করছিলেন। সেই ক্যামেরায় দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, বরের ঘোড়ার গাড়ির সামনে যেভাবে বাজি ফাটানো হচ্ছিল, তা থেকেই আগুনের ফুলকি সম্ভবত ঘোড়ার গাড়িতে পড়ে। সেখানে আরও বাজি রাখা ছিল। ফলে মুহূর্তের মধ্যে তা দাউদাউ করে জ্বলে ওঠে।

advertisement

আরও পড়ুন: লেহেঙ্গা-গয়না-পারফেক্ট মেকআপ! বিয়ের আসরে মদ্যপান করতে করতে যুবতীর তুমুল নাচ Viral

advertisement

তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন বর। সুস্থও আছেন একেবারে। ভিডিওতে দেখা গিয়েছে, ঘোড়ার গাড়িতে আগুন লেগে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সেখান থেকে লাফ দিয়ে বেরিয়ে আসছেন বর। বাকিরাও আগুন লাগায় দূরে সরে গিয়েছিলেন। ফলে ঘটনায় অন্য কেউও আহত হননি।

advertisement

আরও পড়ুন: ২৭০ টাকা খরচে কয়েক ঘণ্টায় কোটিপতি গরিব অ্যাম্বুল্যান্স চালক! হতবাক বর্ধমানের শেখ হীরা!

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় দয়াময়ী কালী মন্দিরে একাধিক আয়োজন, 'জাগ্রতা' দেবীর কাছে পুজো দিতে ভক্তদের ভিড়
আরও দেখুন

ভিডিওতে দেখা গিয়েছে, আচমকা এ ভাবে বরের গাড়িতে আগুন লেগে যাওয়ায় সকলেই হকচকিয়ে যান কিছুক্ষণের জন্য। তারপরেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে এবং আগুন নেভাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারা। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর পাশের একটি দোকান থেকে অগ্নি নির্বাপনযন্ত্র এনে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয়দের দাবি, সময়মতো বর লাফিয়ে ওভাবে না বেরিয়ে এলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। সে ক্ষেত্রে বিয়ে বাড়ির আনন্দ নিমেষে বিষাদে পরিণত হয়ে যেত।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video| Wedding Baraat|| ঘোড়ায় টানা বরের গাড়ি আচমকা জ্বলে উঠল দাউদাউ করে! ভয়াবহ সেই ভিডিও মুহূর্তে ভাইরাল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল