Viral News| Overnight Crorepati|| ২৭০ টাকা খরচে কয়েক ঘণ্টায় কোটিপতি গরিব অ্যাম্বুল্যান্স চালক! হতবাক বর্ধমানের শেখ হীরা!

Last Updated:

Ambulance Driver From West Bengal Wins Jackpot: মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কোটিপতি হয়ে গেলেন এক পূর্ব বর্ধমানের বাসিন্দা এক অ্যাম্বুল্যান্স চালক। গল্প মনে হলেও এ ঘটনা একেবারে সত্যি!

অ্যাম্বুল্যান্স চালক শেখ হীরা।
অ্যাম্বুল্যান্স চালক শেখ হীরা।
#বর্ধমান: স্বপ্ন নাকি বাস্তব! মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কোটিপতি হয়ে গেলেন এক পূর্ব বর্ধমানের বাসিন্দা এক অ্যাম্বুল্যান্স চালক। গল্প মনে হলেও এ ঘটনা একেবারে সত্যি! অ্যাম্বুল্যান্স চালক শেখ হীরা সকালে উঠে ২৭০ টাকা দিয়ে এক কোটি পুরস্কার মূল্যের একটি লটারির (lottery) টিকিট কিনেছিলেন। সন্ধ্যাবেলা টিকিট মিলিয়ে বুঝতে পারেন জ্যাকপট জিয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ, টিকিটের পুরস্কার মূল্য কোটি টাকা পাবেন তিনি।
হীরা জানিয়েছেন, প্রথমে এত টাকা একসঙ্গে পাওয়ার কথা ভেবেই ঘাবড়ে গিয়েছিলেন। নিরাপত্তার অভাবে ভুগছিলেন। এমনকী টিকিট যদি কোনওভাবে খোয়া যায়, সেই চিন্তাও ছিল। তাই কাউকে কিছু না জানিয়ে প্রথমেই তিনি নিকটবর্তী শক্তিগড় থানায় চলে যান। সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের জানান পুরো ঘটনা। এরপর পুলিশই তাঁকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়। এমনকি বাড়ির বাইরে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করে।
advertisement
আরও পড়ুন: লেহেঙ্গা-গয়না-পারফেক্ট মেকআপ! বিয়ের আসরে মদ্যপান করতে করতে যুবতীর তুমুল নাচ Viral
কিন্তু হীরা এত টাকা (lottery) কী করবেন? জানিয়েছেন, তাঁর মা অসুস্থ। তাই চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই নিয়ে ভীষন রকমের চিন্তা ছিল। এখন আর সেই চিন্তা থাকল না। মাকে এ বারে তিনি সবরকমভাবে সর্বোৎকৃষ্ট চিকিৎসা করাতে পারবেন, তাতে নিশ্চিতভাবে মা সুস্থ হয়ে যাবেন। পাশাপাশি, সুন্দর একটি বাড়ির শখ বহুদিনের, সেই শখও এ বারে পূরণ হয়ে যাবে  তাঁর। তবে হীরা সাফ জানিয়েছেন, এত টাকা পেয়ে তিনি নিজেই হতচকিত। তাই আপাতত পুরস্কারের টাকা কী করবেন, তা নিয়ে আর বেশি তিনি আর কিছু এখনও ভেবে উঠতে পারেননি।
advertisement
advertisement
 এ দিন পুরস্কার (lottery) জেতার পর হীরার প্রতিক্রিয়া, 'বহুদিন ধরেই কম-বেশি লটারির টিকিট কাটি। স্বপ্ন দেখতাম আমি একদিন জ্যাকপট পেয়ে কোটিপতি হয়ে যাব। শেষ পর্যন্ত ভাগ্যদেবী আমার ওপরে সদয় হলেন।' এ দিকে, যে দকান থেকে হীরা টিকিত কেটেছিলেন, সেই দোকানী শেখ হানিফ বলেন, "আমার বহু বছর ধরে টিকিটের ব্যবসা। অনেকেই কম-বেশি পুরস্কার পান। কিন্তু, আমার দোকান থেকে টিকিট কেটে কেউ জ্যাকপট পাননি। আমার দোকান থেকে জ্যাকপট বাঁধায় আজ খুব খুশি।'
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News| Overnight Crorepati|| ২৭০ টাকা খরচে কয়েক ঘণ্টায় কোটিপতি গরিব অ্যাম্বুল্যান্স চালক! হতবাক বর্ধমানের শেখ হীরা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement