Himalaya’s monks নামে একটি ইনস্টাগ্রাম পেজে একের পর এক ভিডিও পোস্ট হচ্ছে। তার প্রায় প্রতিটিতেই বেশ কয়েকজন সন্ন্যাসীকে নাচতে দেখা যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে দুই সন্যাসীর 'মানিকে মাগে হিঠে'র (Manike Mage Hithe) সঙ্গে নাচ। ছোট্ট ভিডিওতে দেখা গিয়েছে, সমস্ত ধরণের বিধিনিষেধের গন্ডি সরিয়ে দুই সন্ন্যাসী নেচে উঠেছেন। একেবারে গানের তালে তালে চলছে নাচ।
advertisement
ইতিমধ্যেই দুই সন্ন্যাসীর নাচের ভিডিও হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন। এই ঘটনায় নেটিজেনরাও ভীষণরকম আশ্চর্য! ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে, "Everyone! Keep your face up in the sunshine and you cannot see a shadow. Stay positive. Better days are on their way,” read the caption." ইয়োহানির গানে নাচের ভিডিও ছাড়াও বাদশার জুগনু, উর্বশী-র মতো জনপ্রিয় গানে তাঁদের কোমর দোলাতে দেখা গিয়েছে।
শুধুমাত্র মানিকে মাগে হিঠে-র সঙ্গেই নয়, ট্রেন্ডিং একাধিক গানের সঙ্গে এই বৌদ্ধ সন্ন্যাসীদের নাচতে দেখা গিয়েছে ইনস্টাগ্রাম পেজটিতে এবং বেশ বেশ কয়েকটির ক্যাপশন পড়লে বোঝা যাবে তাঁরা ভালবেসে নাচ করছেন এবং এটাকে তাঁদের নিজেদের একপ্রকার অভ্যাসে পরিণত করে ফেলেছেন।