এমন একটি ভিডিও এখন ভাইরাল হচ্ছে যেখানে বর ভুলবশত তাঁর শ্যালিকাকে চুমু খেয়ে ফেলেন। ঘটনাটি কোথাকার তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ফের মাতবে বিশ্ব! এ বারে বলিউডে পা! কী গানে পাগল করবেন ইয়োহানি
ভাইরাল ভিডিওতে বর ও কনেকে 'বরমালা' অনুষ্ঠানের পর মঞ্চে বসে থাকতে দেখা যায়। তখন কনের বোন এবং অন্যান্য মহিলা ও আত্মীয়রা তাঁদের ঘিরে ছিলেন। তাঁরা বরের সঙ্গে কিছু আচার-অনুষ্ঠান পালন করছেন বলে মনে হচ্ছে। সেখানে তাঁদের বরকে কিছু মিষ্টি খাওয়ানোর মুহুর্ত দেখা যায়। সেইখানে মহিলা পিছলে যান এবং বর ভুল করে তাঁকে চুম্বন করে বসে। এরপর বিয়েতে উপস্থিত সবাই হাসতে থাকেন। কিন্তু কনে তা পছন্দ করে না এবং কিছুটা অস্বস্তি দেখা যায় তাঁর চোখে মুখে। অন্যদিকে বর এতে বিব্রত হন। মঞ্চে যে হাসাহাসি করছেন বোনেরা, তাঁদের দিকে তাকান না।
advertisement
ভিডিওটি এখানে দেখুন:
আরও পড়ুন: দুর্গাপুজোর মহাভোজে বাড়তি পাওনা 'পুজোর থালি', আসতেই হবে 'ভূতের রাজা দিল বর'-এ
প্রসঙ্গত, নেটিজেনরা পোস্টটিতে হাস্যকর মন্তব্য করেছেন। এখানে কিছু কমেন্ট রয়েছে, "সেরা সুযোগ 😍", "ভাগ্যবান ছেলে," "এটা ওভারস্মার্ট হওয়ার ফল" এবং "খুব মজার...এবং মিষ্টি স্মরণীয় মুহূর্ত।"